উত্তরাখণ্ডের সব রেলস্টেশনের বোর্ড থেকে উর্দু লেখা উঠে যাচ্ছে। এবার থেকে হিন্দি ও ইংরেজির সঙ্গে ওই রাজ্যের স্টেশনগুলোতে নাম লেখা হবে সংস্কৃততে। রাজ্যের তরফ থেকে এই সুপারিশ রেল কর্তৃপক্ষকে পাঠানো হয়েছিল। রেল তাতে সীলমোহর দিয়েছে বলে জানা গেছে।
প্রথমে হরিদ্বার, রুরকি ও দেরাদুন স্টেশনে এই পরিবর্তন হবে। তারপর ধাপে ধাপে রাজ্যের সব স্টেশনের বোর্ড থেকে উঠে যাবে উর্দু।
এর আগে ২০১০ সালে উত্তরাখান্ড সরকার সংস্কৃত ভাষাকে দ্বিতীয় সরকারি ভাষা মর্যাদা দিয়েছে। এবার স্টেশনে লেখার নাম উর্দুর পরিবর্তে সংস্কৃত রাখার সিদ্ধান্ত নেয় রেল। নিয়ম অনুযায়ী হিন্দি ও ইংরেজিতে সব স্টেশনের নাম লেখার ছাড়াও এক একটি রাজ্যে এক একটি ভাষায় নাম লেখা থাকে। যেমন পশ্চিমবঙ্গে বাংলা, উড়িষ্যায় ওড়িয়া। কিন্তু উত্তরাখান্ড এতদিন স্টেশনের নাম হিন্দি ইংরেজি ছাড়াও উর্দুতে লেখা থাকতো। এবার থেকে তা বদলে গিয়ে হবে সংস্কৃত। স্টেশন গুলির নামের বানান সংস্কৃতিতে ঠিক কী হবে তা নিয়েও বিশেষজ্ঞদের কাছে পরামর্শ নেওয়া হচ্ছে বলে খবর।