গত ৫ই সেপ্টেম্বর সন্দেশখালি-১ সমষ্টি উন্নয়ন ব্লকের অন্তর্গত, প্রত্যন্ত সুন্দরবনের কালিনগর দ্বীপে অবস্থিত কালিনগর মহাবিদ্যালয়ের সংস্কৃত ছাত্রদের শিক্ষকদিবস উদযাপন ছিল বেশ উল্লেখযোগ্য।

দীপোজ্জোতি মন্ত্র, সরস্বতী বন্দনা আদির মাধ্যমে শুরু করে শান্তি মন্ত্রে সমাপ্তি ঘটে। ঐদিন তারা সম্পূর্ণ অনুষ্ঠান টি সংস্কৃত ভাষাতেই উপস্থিত করে। অনুষ্ঠান সঞ্চালনা করে তৃতীয় অর্ধবার্ষীক সত্রের বিদ্যার্থী সন্ধ্যা মাহাতো ও অভিজীৎ দাস। অনুষ্ঠানে সমবেত গান উপস্থিত হয় দুটি।

গীতার ভক্তিযোগ থেকে আবৃত্তি করে শোনান সংস্কৃত ছাত্র আলিনুর শেখ। মাতা-পুত্রী সম্ভাষণ, বৈদ্য-রোগী সম্ভাষণ, দূরবাণী সম্ভাষণ, কৌটুম্বিক সম্ভাষণ, মহাবিদ্যালয়ের সম্ভাষণ এর মত কিছু ছোট ছোট সংস্কৃত বাক্য প্রয়োগ সকলের দৃষ্টি আকর্ষণ করে।

সব থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করে ব্যবহারিক সংস্কৃত প্রদর্শনী। নিত্য প্রয়োজনীয় দ্রব্য গুলিকে সাজিয়ে রেখে তার পাসে সেই দ্রব্যের সংস্কৃত নাম লিখে রেখে সকলের ধ্যান আকর্ষণ করে ছাত্র ছাত্রীরা। সমগ্র দেওয়াল জুড়ে ছড়িয়ে থাকা সংস্কৃত পোস্টার গুলোও কৌতুহল সৃষ্টি করে।

বিভাগে অনুষ্ঠানের পরিদর্শন করেন অন্যান্য বিভাগের অধ্যাপক মণ্ডলী ও ছাত্র ছাত্রীরা। যে কথা না বললেই চলে না সেটি হল শিক্ষকদের জন্য ছাত্র দের পক্ষ থেকে একটি করে ঔষধী চারাগাছ(ঘৃতকুমারী ) উপহার হিসেবে দেওয়া হয়। আকর্ষক হয়েছিল শিক্ষকের চেয়ারে সর্বপল্লী রাধাকৃষ্ণেণের পোট্রেট ও সেখানে প্রজ্বলিত দীপকে ঘিরে সুন্দর আলপনা। সব মিলিয়ে অনুষ্ঠান টি প্রশংসা ও জনপ্রিয়তা অর্জন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.