গণপতির পুজো করেই কি তৃণমূলের গণেশ ওলটানোর শুরু সব্যসাচীর?

গণপতির পুজো করেই কি তৃণমূলের গণেশ ওলটানোর বার্তা দিলেন সব্যসাচী? আজ সব্যসাচী দত্তের বাড়ির গনেশ পুজোর উজ্জ্বল গেরুয়া আবহাওয়া দেখে কিন্তু তেমনটাই মনে হচ্ছে রাজ্যের রাজনৈতিক মহলের।

সোমবার সব্যসাচী দত্তের গণেশ পুজোয় বিজেপি নেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ছিলেন মুকুল রায়  ও অরবিন্দ মেনন। পুজোর উদ্বোধন করেন তাঁরাই। এইসঙ্গে চলে সৌজন্য বিনিময়।

সব্যসাচী দত্তের পাশে দাঁড়িয়েই মুকুল রায় এদিন বলেন, “সব্যসাচী এমন এক ব্যক্তি, যিনি খোদ মুখ্যমন্ত্রীর দফতরের দুর্নীতি নিয়েই প্রশ্ন তুলেছিলেন। আজ পুজোর উদ্বোধনে আমাদের ডেকেছেন সব্যসাচী। তারজন্য হয়তো সব্যসাচীর বিরুদ্ধে মিথ্যা মামলা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।” এরপর কতকটা মুকুলের কথার রেশ টেনেই সব্যসাচী বলেন, “আমি সারধা, নারদার টাকায় পুজো করি না। তাই আমার পুলিশের ভয় নেই।”

সোমবার একদিকে যেমন রাজ্য বিজেপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন সব্যসাচীর দত্তের বাড়িতে। তেমনই অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে ‘জয় শ্রী রাম’ ধ্বনিতে। পাশাপাশি মণ্ডপসজ্জার মাথায় দেখা যায় বড়সড় একটি পদ্মফুল। যা সব্যসাচীর বাড়িতে আসা অতিথি অভ্যাগতদের নজর পড়বেই।

সব মিলিয়ে সব্যসাচী দত্তের গণেশ পুজোকে কেন্দ্র করে গভীর রাজনৈতিক সমীকরণের গন্ধ পাচ্ছেন বিশেষজ্ঞরা। সময়ই অবশ্য শেষ কথা বলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.