এবার অনাস্থায় স্থগিতাদেশের আর্জি জানিয়ে মামলা করলেন সব্যসাচী। বিধাননগর পুরসভায় মেয়রের পদ ধরে রাখতে আইনি লড়াইয়ের পথে হাঁটলেন সব্যসাচী দত্ত। মামলার শুনানি আগামী সোমবার।
প্রসঙ্গত, সব্যসাচী দত্তের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে তৃণমূল। ১৮ জুলাই হবে ভোটাভুটি। এরপরই গতকাল সব্যসাচীর সঙ্গে বৈঠক করেন মুকুল রায়।
তিনি সব্যসাচীর বাড়ি থেকে বেরিয়ে বলেন, ‘সব্যসাচীকে কৌশল বলে দিয়েছি’। প্রশ্ন উঠছে, মুকুলের পরামর্শেই কি হাইকোর্টে গেলেন সব্যসাচী?
উল্লেখ্য, এদিন সকালে হাইকোর্টে যান সব্যসাচী দত্ত। আইনজীবীদের সঙ্গে কথা বলে মামলা দায়ের করেন। জানা গিয়েছে, অনাস্থা প্রস্তাবে কাউন্সিলরদের সই থাকলেও কেন সই করেছেন তার উল্লেখ নেই। এছাড়াও আইনি বেশ কয়েকটি গলদ রয়েছে রয়েছে। ফলে প্রস্তাবের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করলেন সব্যসাচী।