সুনীলের গঙ্গোপাধ্যায়ের পর এবার কবি শক্তি চট্টোপাধ্যায়ের নামে একটি রাস্তা পাচ্ছে কলকাতা। “যেতে পারি, যে-কোনও দিকেই আমি চলে যেতে পারি, কিন্তু কেন যাব?” এই লাইনটি লিখেছিলেন কবি শক্তি চট্টোপাধ্যায়। শুধু এই লেখাটি নয়, মনে রাখার মতো একাধিক পঙক্তি রয়েছে তাঁর। এবার সেই শক্তি চট্টোপাধ্যায়ের নামে রাস্তা পেতে চলেছে কলকাতা। এই খবরে খুশি কবি শক্তি চট্টোপাধ্যায়ের ভক্তরা।
কিছুদিন আগেই কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের নামে ম্যান্ডেভিলা গার্ডেন্সের নতুন নামকরণ হয়েছে। তার এক মাস বাদেই আবার কবির নামে একটি রাস্তা। এবার কবি শক্তি চট্টোপাধ্যায়ের নামে নতুন রাস্তা পেল কলকাতা। ৩৩ নম্বর ওয়ার্ডের রামমোহন মল্লিক গার্ডেন লেনের নতুন নাম শক্তি চট্টোপাধ্যায় নামে নামকরণ করা হল।
কলকাতা পুরসভার ‘রোড রিনেমিং কমিটি’-র চেয়ারম্যান কবি জয় গোস্বামী। অনেকের মতে, কবি জয় গোস্বামীর আছেন বলেই পর পর কবি-সাহিত্যিকের নামে রাস্তার নামকরণ হচ্ছে কলকাতায়। অন্যদিকে, মৃত্যুর ২৫ বছর পরে রাস্তার নামকরণ নিয়ে সামান্য ক্ষোভ প্রকাশ করেন শক্তি চট্টোপাধ্যায়ের স্ত্রী মীনাক্ষী চট্টোপাধ্যায়।
তিনি বলেন, “শক্তির মৃত্যুর পর অনেকেই চেয়েছিলেন তাঁর নামে একটি রাস্তার নাম হোক। সেই সময় অর্থাৎ ২৫ বছর আগে স্থানীয়রা উদ্যোগও নিয়েছিলেন। কিন্তু, তাঁদের উদ্যোগ সফল হয়নি। আজ ২৫ বছর পর কলকাতা পৌরসভার উদ্যোগে শক্তি চট্টোপাধ্যায়ের নামে একটি রাস্তার নাম হতে চলেছে। আরও আগে হলে ভালো হত।”
শুধু শক্তি চট্টোপাধ্যায় নয়, সঙ্গীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের নামেও একটি রাস্তা পেতে চলেছে কলকাতা। জানা গিয়েছে, ১০ নম্বর ওয়ার্ডের শ্যামপুকুর স্ট্রিটের নতুন নাম হচ্ছে প্রয়াত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের নামে। বাউল সংগীত সাধক পাগলার নামে আরও একটি রাস্তার নামকরণ হতে চলেছে। ৫৭ নম্বর ওয়ার্ডের কুলিয়া-ট্যাংরা সেকেন্ড লেনের পরিবর্তিত নাম হতে চলেছে ভবা পাগলা সরণী।