প্রথম দফা ভোটের সময় দেখা গিয়েছিল, বেশ কয়েকটি বুথে ভোটযন্ত্র বিগড়ে গিয়েছে। গত সপ্তাহের বুধবার ২১ টি বিরোধী দল সুপ্রিম কোর্টে আবেদন জানায়, গণনার সময় ৫০ শতাংশ ক্ষেত্রে ভোটযন্ত্রের ফলের সঙ্গে ভিভিপ্যাটের পেপার অডিট ট্রেল মিলিয়ে দেখা হোক। কিন্তু সুপ্রিম কোর্ট মঙ্গলবার এই আর্জি বাতিল করে দেয়।
এদিন সুপ্রিম কোর্টে শুনানি শেষ হয়ে যায় এক মিনিটে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, আমরা নিজেদের রায় ফের খতিয়ে দেখতে পারি না।
এবার ভোটের আগেই বিরোধীরা অনেকে বলেছিলেন, ভোটযন্ত্রে নানা কারচুপি হচ্ছে। ইভিএম বাদ দিয়ে বরং আগের মতো পেপার ব্যালটে ভোট হোক। নির্বাচন কমিশন সেই দাবি নাকচ করে দেয়। তখন স্থির হয়েছিল, প্রতিটি সংসদীয় কেন্দ্রের মধ্যে যতগুলি বিধানসভা আছে, তার প্রতিটিতে একটি করে ইভিএমের ফলের সঙ্গে ভিভিপ্যাটের কাগজ মিলিয়ে দেখা হবে। ইভিএমে কারচুপির অভিযোগ নিয়ে বিরোধীদের আবেদনে সাড়া দিয়ে গত এপ্রিলে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, প্রতিটি বিধানসভা কেন্দ্রে পাঁচটি করে ইভিএমের ফল ভিভিপ্যাটের সঙ্গে মিলিয়ে দেখা হবে।
বিরোধীরা এই রায়ে খুশি হননি। তাঁরা মাত্র দুই শতাংশ ক্ষেত্রে ইভিএমের সঙ্গে ভিভিপ্যাটের কাগজ মিলিয়ে দেখলে পরিস্থিতির কোনও হেরফের হবে না। অন্তত ৫০ শতাংশ ক্ষেত্রে মিলিয়ে দেখা হোক।
এই দাবির পক্ষে যুক্তি দেখিয়ে বিরোধীরা বলেন, প্রথম দফা ভোটে অভিযোগ উঠেছে, অনেক জায়গায় ইভিএমে নানা গোলযোগ ছিল। অনেক সময় দেখা গিয়েছে, একটি দলের প্রতীকের পাশে বোতাম চাপলে ভোট পড়ছে অন্য পার্টির হয়ে।
নির্বাচন কমিশন বার বার বলেছে, প্রথম তিন দফার ভোটে যে কয়টি ইভিএমে গন্ডগোল হয়েছে, তাদের সংখ্যা নগণ্য। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রে ভোটযন্ত্র বদলে দেওয়া হয়েছে।