আগামী ৩০ জুলাই পর্যন্ত করোনা মোকাবিলায় রাজ্যে কড়া বিধিনিষেধ বাড়লো নবান্ন। বুধবার বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। বন্ধ থাকবে লোকাল ট্রেন। তবে স্টাফ স্পেশাল ট্রেন চলবে। আংশিকভাবে খুলছে মেট্রো পরিষেবা। শনি ও রবিবার বাদ দিয়ে সপ্তাহে ৫ দিন ৫০% যাত্রী নিয়ে মেট্রো চলাচল করবে।
মেট্রো চলাচল শুরু হলে ট্রেনের বগি প্রতিদিন স্যানিটাইজ করার নির্দেশ দেওয়া হয়েছে। কর্মী ও যাত্রীদের করোনার বিধিনিষেধ কড়া ভাবে মেনে চলতে হবে বলেও জানানো হয়েছে। নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
৫০% যাত্রী নিয়ে সরকারি-বেসরকারি বাস ফের, ট্রাম, ট্যাক্সি, ক্যাব, অটো চলাচল করবে। তবে সেক্ষেত্রে চালক ও যাত্রী উভয়কেই কড়া ভাবেই বিধি মানতে হবে। সুইমিংপুল, সিনেমা হল স্পা বন্ধ থাকবে। তবে যে সব সুইমিংপুলে রাজ্য ও জাতীয় স্তরের সাঁতারুরা প্রশিক্ষণ দেওয়া হয় সেগুলি সকাল ছটা থেকে দশটা পর্যন্ত খোলা থাকবে।
আগের মতই সমস্ত ধরনের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বিনোদনমূলক জমায়েত বন্ধ থাকবে। ৫০ জনের বেশি জমায়েত করা যাবে না কোনও বিয়ে বা ওই ধরণের অনুষ্ঠান বাড়িতে। সৎকার কর্মেও ২০ জনের বেশী জমায়েত করতে পারবে না।
জরুরী পরিষেবার যুক্ত অফিস আগের মত খোলা থাকবে। সাধারণ সরকারি অফিসে ২৫ শতাংশের বেশি হাজিরা হবে না। অন্যদিকে বেসরকারি অফিস ও কলকারখানায় সর্বোচ্চ হাজিরা ৫০ শতাংশ থাকবে।
প্রাতঃভ্রমণ ইত্যাদির জন্য পার্ক খোলা থাকবে সকাল ছটা থেকে ন’টা পর্যন্ত। সেক্ষেত্রে ভ্রমণকারীদের টিকা নেওয়া থাকতে হবে।
সমস্ত দোকান, বাজার বর্তমান নিয়মে চালু চলবে। রেস্তোরাঁ, পানশালা, শপিংমল, ক্লাবে ৫০ শতাংশের বেশি উপস্থিতি চলবে না। রাত আটটা পর্যন্ত সেগুলি খোলা থাকবে। সেলুন, বিউটি পার্লার বর্তমান নিয়মে খোলা থাকবে। ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে ৩টে পর্যন্ত। দর্শক বিহীনভাবে খেলাধুলা চলতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সর্বোচ্চ ৫০ জনকে নিয়ে সিনেমা বা ধারাবাহিক শুটিংয়ের কাজ চলবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।