রাজ্যে এতদিন তিনশোর ঘরেই ঘুরপাক খাচ্ছিল করোনা আক্রান্তের সংখ্যা। এবারে তা একলাফে চারশো ছাড়িয়ে গেল। শুক্রবার পর্যন্ত যা একদিনের রেকর্ড সংক্রমণ বঙ্গে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্তের সংখ্যা ৪২৭ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় ১১জনের মৃত্যু হয়েছে রাজ্যে। সুস্থ হয়ে গত ২৪ ঘণ্টায় বাড়ি গিয়েছেন ১৪৪জন। অতএব রাজ্যে এখন সক্রিয় চিকিৎসাধীন, করোনা আক্রান্তের সংখ্যা ৪০২৫। এদিন এমনটাই জানানো হয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতরের জারি করা বুলেটিনে। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩০৩ জন। রাজ্যে মোট করোনা মুক্ত হয়েছেন ২৯১২জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৯৪জনের। অডিট কমিটির দেওয়া রিপোর্ট অনুযায়ী বাকি ৭২ জনের মৃত্যু হয়েছিল কো মর্বিডিটির জন্য। গত ২৪ ঘণ্টায় ৩৯.৮৭শতাংশ সুস্থ হয়েছ। গত ২৪ ঘণ্টায় কলকাতা থেকে পাওয়া গিয়েছে ১০১টি নতুন কেস। এখনও পর্যন্ত কলকাতা থেকে পাওয়া গেছে মোট ২৫৮৯টি কেস। গত ২৪ ঘণ্টায় ৪২ জন্য সুস্থ হয়ে উঠছেন । তাই এখন সুস্থ হওয়ার সংখ্যা মোট ১০৩৮জন।
এদিকে করোনা আক্রান্ত হয়ে কলকাতায় গত ২৪ ঘণ্টায় ৪জনের মৃত্যু হয়েছে। তাই এখনও পর্যন্ত কলকাতায় মোট ১৮৬জন মারা গেছে করোনা আক্রান্ত হয়ে। কো- মর্বিডিটির জন্য মৃত্যু হয়েছে ৫২ জনের। বর্তমানে কলকাতায় করোনা আক্রান্ত সক্রিয় চিকিৎসাধীন রয়েছেন ১৩১৩জন। বাকি মৃতদের মধ্যে চারজন হাওড়া,দুজন উত্তর ২৪ পরগনার ও একজন হুগলির বাসিন্দা।এদিনের বুলেটিনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৯হাজার ৬৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৫১হাজার ৫১৭টি। এখন রাজ্যে ৪২টি ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করা হচ্ছে। এখনও পর্যন্ত এই পরিস্থিতি তে রাজ্যে এখন ৫৮২টি সরকারি একান্তবাস রয়েছেন ২৩হাজার ৭৭জন। সরকারি একান্তবাস থেকে ছুটি পেয়েছেন, ৫৯হাজার ৭০০জন। এখন বাড়িতে একান্তবাসে রয়েছেন ১লাখ ৫১হাজার ৮৪৮জন।
বাড়িতে একান্তবাসের নজর দারি শেষ হয়েছে, ১লাখ ২হাজার ৯১২জনের। এদিকে পরিযায়ী শ্রমিকদের জন্য সারা রাজ্য জুড়ে ১১ হাজার ২০৫ টি প্রতিষ্ঠানিক একান্তবাস বানানো হয়েছে। যেখানে রয়েছেন, ১ লাখ ৩৯ হাজার ৬২৪ জন। এখান থেকে ছাড়া পেয়েছেন ৫৫ হাজার ৮৭১ জন।