রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে সংক্রমিতের সংখ্যা বাড়ছে শহর কলকাতায় (Kolkata)। গত ২৪ঘন্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৫২৪ জন। এই পর্যন্ত সব রেকর্ড ভেঙে দিয়ে এটাই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা মহানগরীতে। এদিকে রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৩৯০ জন। একদিনে ২৪ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে রাজ্যে। করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ৭১৮ জন। অতএব রাজ্যে এখন সক্রিয় চিকিৎসাধীন, করোনা আক্রান্তের সংখ্যা ১১,৯২৭ জন। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২,৮৩৮জন। রাজ্যে মোট করোনা মুক্ত হয়েছেন ১৯,৯৩১জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৮০জনের। রাজ্যে সুস্থ হয়ে ওঠার হার ৬০.৬৯ শতাংশ। মঙ্গলবার এমনটাই জানানো হয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতরের জারি করা বুলেটিনে।এদিকে গত ২৪ ঘণ্টায় কলকাতা থেকে ৫২৪টি নতুন কেস পাওয়া যাওয়ায় শহরে মোট কেস বেড়ে দাঁড়িয়েছে ১০,৫৫০। গত ২৪ ঘণ্টায় ১৯৯জন্য সুস্থ হয়ে উঠছেন । তাই এখন সুস্থ হওয়ার সংখ্যা মোট ৫৯১৯জন। এদিকে করোনা আক্রান্ত হয়ে কলকাতায় গত ২৪ ঘণ্টায় ৭জনের মৃত্যু হয়েছে। তাই এখনও পর্যন্ত কলকাতায় মোট ৫১৬জন মারা গেছে করোনা আক্রান্ত হয়ে। বর্তমানে কলকাতায় করোনা আক্রান্ত সক্রিয় চিকিৎসাধীন রয়েছেন ৪১১৩জন। বাকি মৃতদের মধ্যে একজন দক্ষিণ দিনাজপুর, পাঁচজন হাওড়া, একজন হুগলি, আটজন উত্তর ২৪ পরগনা ও দুইজন দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা।
এদিনের বুলেটিনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে ১১হাজার ১০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬লাখ ৩৮হাজার ৫৪০টি। এখন রাজ্যে ৫২টি ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করা হচ্ছে। এখনও পর্যন্ত এই পরিস্থিতি তে রাজ্যে এখন ৫৮২টি সরকারি একান্ত বাস রয়েছেন ৪হাজার ৩৮৮জন। সরকারি একান্তবাস থেকে ছুটি পেয়েছেন, ১লাখ ১হাজার ৬৪৪জন। এখন বাড়িতে একান্তবাসে রয়েছেন ২৬হাজার ২০১জন। হোম কোয়ারেন্টিনে নজর দারি শেষ হয়েছে, ৩লাখ ৩৫হাজার ১৩২জনের। এদিকে পরিযায়ী শ্রমিকদের জন্য সারা রাজ্য জুড়ে ৭৪২টি ইনস্টিটিউশনাল কোয়ারেন্টিন বানানো হয়েছে। যেখানে রয়েছেন, ৩হাজার ৩৭৫জন। এখান থেকে ছাড়া পেয়েছেন ২ লাখ ৭২হাজার ৫৫১জন। নতুন করে রাজ্যে শুরু হয়েছে ‘ সেফ হোম’ – এ রাখার প্রক্রিয়া। রাজ্যে ১০৬টি সেফ হোমে ৬ হাজার ৯০৮টি শয্যা রয়েছে। সেখানে রয়েছেন ২৯৭জন সামান্য উপসর্গ যুক্ত ব্যক্তি।