রিজার্ভ ব্যাংক (আর বি আই) লাইসেন্স বাতিল করল মহারাষ্ট্র ভিত্তিক কারাড জনতা সহকারি ব্যাংকের। এর ফলে এই ব্যাংকটি আর কোনও গ্রাহকের টাকা জমা করতে পারবে না।
আর বি আই-এর যুক্তি এই পরিস্থিতিতে এই ব্যাংকটিকে ব্যবসা চালিয়ে যেতে বলা হলে গ্রাহকদের স্বার্থে আঘাত হত।
লাইসেন্স বাতিল করার কারণ হিসেবে রিজার্ভ ব্যাংক জানিয়েছে এই ব্যাংকটির হাতে ব্যবসা চালানোর মতো পর্যাপ্ত পুঁজি নেই।
পাশাপাশি এই ব্যাংকের আয়ের কোনও রাস্তা নেই বলে মনে করছে দেশের কেন্দ্রীয় ব্যাংক। তবে এই পরিস্থিতিতে ব্যাংকে জমা থাকা পুরোটাই ফেরত পাবেন ৯৯ শতাংশ গ্রাহকরা।
এদিকে এই ব্যাংকের লাইসেন্স বাতিলের পাশাপাশি গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ক্রেডিট গ্যারান্টি এবং ডিপোজিট ইনসিওরেন্স থাকলে টাকা ফেরত পাবে গ্রাহকরা। মঙ্গলবার থেকে এই ব্যাংকে লেনদেন নিষেধ করা হয়েছে।