আজ রথযাত্রা। আর এই রথযাত্রা উপলক্ষে রাজনৈতিক নেতাদের মধ্যে চলছে রথের দড়ি টানাটানি। কারণ রথের চাকা রাস্তায় গড়ানোর সঙ্গে সঙ্গে রাজনৈতিক নেতারা নিজেদের সমীকরণ তৈরি করবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবছর কলকাতায় ইসকনের রথ টেনে, রথ যাত্রার উদ্বোধন করেন। এবারে ইসকনের পাশপাশি হুগলির মাহেশেও যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ৬২৩ বছরের পুরনো ঐতিহ্যবাহী হুগলির মাহেশে রথ টানবেন মুখ্যমন্ত্রী। সম্ভবত এই প্রথম রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী মাহেশের রথে উপস্থিত থাকবেন।
অন্যদিকে, পিছিয়ে নেই বিজেপিও। রাজ্য বিজেপি নেতারা নিজ নিজ এলাকায় রথ টেনে জনসংযোগ বাড়ানোর কর্মসূচি নিয়েছে। এদিন উত্তর কলকাতায় রথযাত্রা উপলক্ষে রথ টানবেন বিজেপি নেতা মুকুল রায়।
জানা গিয়েছে, উত্তর কলকাতায় রাম মন্দির প্রাচীনতম মল্লিকবাড়ির রথযাত্রায় উপস্থিত থাকবেন মুকুল রায়।