বৃহস্পতিবার পিংলা থেকে বিরল প্রজাতির একটি সাদা ডোমনা চিতি সাপ উদ্ধার হয়েছেl মেদিনীপুর শহরের পরিবেশ প্রেমী দেবরাজ চক্রবর্তী পিংলার একটি পরিত্যক্ত বাড়ি থেকে সাপটিকে উদ্ধার করেনl কেউটে এবং গোখরো সাপের মতোই এই কালাচের বিষ নিউরোটক্সিক এবং এই বিষ স্নায়ুতন্ত্রকে দ্রুত অকেজো করে দেয় বলে দেবরাজবাবু জানিয়েছেনল
বন্যপ্রাণী সংরক্ষণের সঙ্গে যুক্ত আরেক পরিবেশ কর্মী রাকেশ সিংহদেব বলেন, সাদা রঙের এই বিরল প্রজাতির কালাচ পশ্চিম মেদিনীপুরের কয়েকটি জায়গায় দেখা গেছে। ত্বকের রং নির্ধারণকারী জিনের অস্বাভাবিক ঘাটতির কারণে এই লিউসিস্টিক পরিবর্তন হয়l সাপটি উদ্ধারের সময় শরীরে আঘাতের চিহৃ থাকায় তার চিকিৎসা শুরু হয়েছেl চিকিৎসায় সুস্থ করে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে মেদিনীপুর বন বিভাগ সূত্রে জানানো হয়েছেl নতুন ধরনের কালাচ সাপটি দেখতে মানুষের ভিড় জমে যায়l