ডুয়ার্সের মরাঘাট মোড় থেকে ভুটান সীমান্তবর্তী চামুর্চিগামী ১৬ কিমি যে সড়ক রয়েছে, দীর্ঘদিন ধরেই সেটি বেহাল অবস্থা পড়ে থাকায় চরম দুর্ভোগের শিকার হচ্ছিল সাধারণ মানুষ। আর সেই সমস্যার কথাই একাধিকবার বিভিন্ন সংবাদ মাধ্যম তুলে ধরে। অবশেষে সংবাদ মাধ্যমে ধারাবাহিক খবরের জেরে সেই ১৬ কিমি রাস্তার সংস্কারের উদ্যোগ নেয় কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকারের বর্ডার রোড অর্গানাইজেশন সেই রাস্তা তৈরি করেছেন।
সোমবার দুপুরে সেই ডুয়ার্সের মরাঘাট থেকে চামুর্চি ১৬ কিমি রাস্তা এবং সিকিমের একটি সেতুর ভার্চুয়ালি আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা, ছিলেন নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক পুনা ভাংরা সহ বর্ডার রোড অর্গানাইজেশনের আধিকারিকরা।
সোমবার মরাঘাট মোড় এলাকায় এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মধ্যদিয়ে উদ্বোধন করা হয়। সেখানে এল ই ডি স্ক্রিনে দেখানো হয় মন্ত্রী রাজনাথ সিং তার অফিস থেকে আনুষ্ঠানিক ভাবে ২৪ টি ব্রিজ ও তিনটি সড়কের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে ফলক উন্মোচন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা জানান, “দীর্ঘদিন ধরেই এই রাস্তাটি বেহাল অবস্থা ছিল। যার কারণে সাধারণের মানুষকে চলাচলের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছিল। ভারত সরকার সকলের কথা চিন্তা করে রোড রোড অর্গানাইজেশনের তরফে এই রাস্তাটি নির্মাণ করেছে। এতে সকলেই উপকৃত হবেন। দেশের সমস্ত বর্ডার এলাকায় এই ধরনের সড়কের নির্মাণ করা হয়েছে। যেখানে ব্রিজের প্রয়োজন সেই সমস্ত এলাকায় ব্রিজের নির্মাণ করা হয়েছে।
উল্লেখ্য, প্রতিবছর বর্ষায় এই রাস্তায় জল জমে যাতায়াতের অযোগ্য হয়ে যেত। এবারে সেই রাস্তার সংস্কার করার ফলে দুর্ভোগ অনেকটা মিটবে। কারণ এটি ছিল মূল সড়ক যা ধরেই খুব সহজে ভুটানে প্রবেশ করা হতো।