বিস্ফোরক রাজীব, দলেরই কিছু নেতাদের ‘দুর্নীতিগ্রস্ত’ বলে উগড়োলেন ক্ষোভ

বেশ কিছুদিন ধরেই তিনি ‘বেসুরো’। বিধানসভা নির্বাচনের আগে তাঁকে নিয়ে জল্পনা তুঙ্গে। ইতিমধ্যেই তাঁর সঙ্গে একাধিকবার আলোচনায় বসেছে দলের শীর্ষ নেতৃত্ব। এরই মধ্যে নিজের দলেরই এক শ্রেণীর নেতাদের বিরুদ্ধে হাওড়ার ডোমজুড় বিধানসভার অভয়নগরে এক রক্তদান শিবিরের এসে ক্ষোভ উগড়ে দেন রাজ্যের বনমন্ত্রী তথা হাওড়া(সদর) জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর রাজীব বন্দ্যোপাধ্যায়।

দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে রাজীবের অভিযোগ, তারা দলের নিচুতলার কর্মীদের ব্যবহার করছেন। কিন্তু তারা কোনওরকম সাহায্য চাইলে তাদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে। মানুষ সব কিছু মনে রাখে যারা এই ভাবে খারাপ ব্যবহার করছেন তারা ২০২১ এর ভোটবাক্সে জবাব পাবেন বলে মন্তব্য করেন ডোমজুড়ের বিধায়ক।

তাঁর অভিযোগ, ‘তৃণমূলের এইসব নেতাদের আদর্শ, নীতি সবকিছুই হারিয়ে গিয়েছে। মানুষকে সাময়িকভাবে বোকা বানানো যায়, কিন্তু সারা জীবনের জন্য বোকা বানানো যায় না।’ যে কর্মীদের আজ ঔদ্ধত্য, অহংকার দিয়ে অবহেলা করা হচ্ছে, তাদের দ্বারাই একদিন ক্ষমতাচ্যুত হওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আজ যাঁরা নীতির কথা বলছে, তাঁরাই নীতিহীন বলেও অভিযোগ। ডোমজুড়ের জনসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন, আজ রাজীব বন্দ্যোপাধ্যায়কে সবাই চেনে; তা ডোমজুড়ের মানুষেরই অবদান। তিনি তাদের সেই অবদান কোনদিন ভুলবেন না বলেও জানান।

এদিকে সভার মঞ্চ ভেঙে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় হাওড়ার জগৎবল্লভপুর থানার মুন্সিরহাটে। সূত্রের খবর, সোমবার দুপুরে মুন্সীরহাট চাঁদনী মোড়ে একটি সভার আয়োজন করে বিজেপি। সাংসদ অর্জুন সিং, মাফুজা খাতুন, দেবজিৎ সরকার সহ একাধিক বিজেপি নেতৃত্বের এদিনের সভায় উপস্থিত থাকার কথা ছিল।

স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, সোমবার সকাল ১১ টা নাগাদ দলের কর্মীরা যখন সভার শেষ মুহুর্তের প্রস্তুতি সারছিল তখনই এলাকার বেশ কিছু তৃণমূল কর্মী সভাস্থলে এসে কার্যত তান্ডব চালায়। অভিযোগ, কর্মীদের বিজেপি মারধর করার পাশাপাশি ভেঙে দেওয়া হয় সভা মঞ্চ। এমনকি মোবাইলে ছবি তুলতে গেলে ফোন কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ। বিজেপি নেতা অশোক সিংহের অভিযোগ,”আজ আমাদের বড়ো সভা ছিল। সকাল থেকে সভার প্রস্তুতি চলছিল। হঠাৎই সকাল এগারোটা নাগাদ এলাকার তৃণমূল প্রধানের নেতৃত্বে এক-দেড়শ তৃণমূল কর্মী-সমর্থক এসে সভামঞ্চ ভেঙে দেয়। আমাদের কর্মীদের মারধর করা হয়। এক কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়।” এই ঘটনার প্রতিবাদে সোমবার বিকালে জগৎবল্লভপুর থানা সহ একাধিক জায়গায় রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.