তামিলনাড়ুতে রাজনৈতিক পরিবর্তনের অতিপ্রয়োজন : রজনীকান্ত

আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এবার রাজনৈতিক পরিবর্তন চাইছেন তামিল সুপারস্টার রজনীকান্ত। রজনীকান্তের কথায়, রাজনৈতিক পরিবর্তনের ভীষণ প্রয়োজন। বর্তমান সময়ে এটাই দরকার। এখন যদি তা না হয়, তাহলে কোনও দিনও হবে না। দল ঘোষণা করতে পারেন তামিল সুপারস্টার রজনীকান্ত! এই জল্পনায় মগ্ন ছিলেন তাঁর ভক্ত ও অনুগামীরা। অবশেষে রজনীকান্ত নিজেই জানিয়ে দিলেন, ইংরেজি নতুন বছরের প্রথম মাসেই আসতে চলেছে তাঁর নতুন রাজনৈতিক দল। এ বিষয়ে ঘোষণা করা হবে আগামী ৩১ ডিসেম্বর। বৃহস্পতিবার তামিল ভাষায় রজনীকান্ত টুইট করে লিখেছেন, ‘জানুয়ারিতেই স্থাপনা হবে নতুন রাজনৈতিক দলের। এ বিষয়ে ঘোষণা করা হবে ৩১ ডিসেম্বর।’
সুপারস্টার রজনীকান্ত যে রাজনৈতিক জগতে প্রবেশ করতে ইচ্ছুক, ২০১৭ সালের ডিসেম্বরে প্রথম বার সে কথা তিনি দেশবাসীকে জানিয়েছিলেন। সঙ্গে আঁচও দিয়েছিলেন যে নিজের নতুন রাজনৈতিক দল স্থাপন করতে পারেন তিনি। এমনকি একটি ওয়েবসাইট তৈরি করেছিলেন তিনি, যাতে তাঁর ফ্যানক্লাবের সদস্যরা সেখানে নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন। অনেকেরই ধারণা, তাঁর সংগঠন ‘রজনী মক্কল মন্দ্রম’-এর নামেই তাঁর রাজনৈতিক দলটি তৈরি হবে। যদিও সেই তথ্যের কোনও ভিত্তি আপাতত নেই।টুইটের পরে প্রকাশ্যে আসেন রজনীকান্ত। তামিলনাড়ুতে রাজনৈতিক পরিবর্তনের অতিপ্রয়োজন মন্তব্য করে তিনি বলেন, ‘প্রতিশ্রুতি দিয়ে আমি কখনও পিছু হটি না। রাজনৈতিক পরিবর্তনের ভীষণ প্রয়োজন। বর্তমান সময়ে এটাই দরকার। এখন যদি তা না হয়, তাহলে কোনও দিনও হবে না। এজন্য সকলের কাছে অনুরোধ, আমার পাশে থাকুন। আমরা একসঙ্গে পরিবর্তন আনতে পারবই।’ রজনীকান্ত আরও বলেন, ‘কঠোর পরিশ্রম করে আমরা জয় নিশ্চিত করবই।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.