বাংলায় শান্তি ফেরাতে ‘এনকাউন্টার তত্ত্বে’র দাওয়াই রাজু, সায়ন্তনের

বাংলা জয়ের স্বপ্নে বিভোর গেরুয়া ব্রিগেড৷ শাসক শিবির থেকে একে একে ভিড় জমছে বিজেপিতে৷ দলের শক্ত বৃদ্ধিতে বুঁদ রাজ্য বিজেপি নেতারা৷ এই অবস্থায় বাংলা থেকে দুর্নীতিবাজদের দূর করতে এনকাউন্টারের তত্ত্ব খাড়া করলেন রাজ্য বিজেপির দুই সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় ও সায়ন্তন বসু৷

এক্ষেত্রে তাদের হাতিয়ার যোগী রাজ্য৷ গত বেশ কিছুদিন ধরেই উত্তর প্রদেশে এনকাউন্টারে একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ পুলিশ নিহতদের দুস্কৃতী বলে দাবি করেছে৷ তবে, তাদের মধ্যে বিরোধী দলের লোক ছিল বলেও খবর৷
মুরলীধর সেন লেনের নেতা সায়ন্তন বসু বাংলায় দুষ্কৃতীরাজ বন্ধ করতে সেই এনকাউন্টারেই ভরসা রাখছেন৷

বসিরহাটে তিনি বলেন, ‘‘কোনও দুষ্কৃতীকে রেয়াত করা হবে না। হয় গ্রেফতার করা হবে, নয়তো এনকাউন্টার করে মারা হবে। এ ছাড়া বিকল্প নেই। অপরাধ করে কোনও দুষ্কৃতীকে বাংলাদেশে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে না।’’

বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ও পুলিশকে ‘এনকাউন্টার’-এর পরামর্শ দেন। তাঁর কথায়, ‘‘দুর্নীতিগ্রস্ত’ ও তোলাবাজ’দের বিরুদ্ধে পদক্ষেপ করুন। প্রয়োজনে এনকাউন্টার করুন।’’

বিজেপি নেতাদের এনকাউন্টারের তত্ত্ব ঘিরে জোর তরজা রৈজনৈতিক মহলে৷ তাহলে আবার ফিরো আসতে চলেছে সত্তরের দশক৷ অশান্ত বাংলায় কী শান্তির বদলে নৈরাজ্য সৃষ্টিই তাদের লক্ষ্য৷ প্রশ্ন তোলে রাজ্যের শাসক পক্ষ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.