ফের উত্তপ্ত কাঁকিনাড়া। সোমবার সকাল থেকেই কাঁকিনাড়া রেল স্টেশনে চলছে অবরোধ। অফিস টাইমে দীর্ঘক্ষণ ট্রেন বন্ধ থাকায় নাকাল হন নিত্যযাত্রীরা। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী রেল পুলিশ ও জগদ্দল থানার বিশাল পুলিশ এসে কাঁকিনাড়া স্টেশনের অবরোধকারীদের হঠিয়ে দিয়েছে। এবং শুরু হয়েছে ট্রেন চলাচল।
রবিবার ভাটপাড়া বিধানসভার উপনির্বাচন ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল এই কাঁকিনাড়া। শাসন, ইসলামপুর, রায়দিঘি এবং কাঁকিনাড়ার বেশ কিছু এলাকায় মুড়িমুড়কির মতো বোমা পড়তে থাকে। বিজেপি ও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে বাধে তুমুল সংঘর্ষ। ব্যাপক বোমাবাজির পাশাপাশি কয়েক রাউন্ড গুলি চলেছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা। আর এই ঘটনার প্রতিবাদেই সোমবার সকাল থেকে কাঁকিনাড়া রেল স্টেশনে অবরোধ শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা।অভিযোগ, রবিবারের ভোটে সন্ত্রাস করেছে তৃণমূল৷ তার প্রতিবাদেই এই রেল অবরোধ৷
রবিবার উপনির্বাচনের দিন বেলা বাড়তেই তেতে ওঠে ভাটপাড়া। তৃণমূল প্রার্থী মদন মিত্র বুথ পরিদর্শন শুরু করতেই শুরু হয় অশান্তি। কাঁকিনাড়ার একটি স্কুলের বুথে ঢুকতে গেলে তৃণমূল প্রার্থীর সঙ্গে বচসা হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠলে কোনওরকমে ওই এলাকা থেকে বার করে দেওয়া হয় মদন মিত্রকে। তবে তৃণমূল-বিজেপি সংঘর্ষে জখম হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে চারজনের আঘাত গুরুতর। আহত হয়েছেন মদন মিত্রের দেহরক্ষী এবং এক পুলিশকর্মীও।
কাঁকিনাড়ায় ব্যাপক বোমাবাজি এবং অশান্তির ঘটনায় ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। এ ঘটনায় এখনও পর্যন্ত ছ জনকে গ্রেফতার করেছে পুলিশ।