: করোনা আবহে রেলযাত্রীদের সুবিধার জন্য সুখবর নিয়ে এল রেলমন্ত্রক। দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে রেলযাত্রীদের সুবিধার জন্য এবার থেকে অসংরক্ষিত ট্রেন চালু করার সিদ্ধান্ত নিল রেল। এর ফলে দিল্লি-এনসিআর-র পাশাপাশি সাহারানপুর, অমৃতসর, ফিরোজপুর সহ বেশ কয়েকটি জায়গায় যাত্রীদের যাতায়াতের সুবিধা হল আগামী ৫ এপ্রিল থেকে এই অসংরক্ষিত ট্রেন চালু হবে। উত্তর রেল সূত্রে জানা গেছে, এই মুহূর্তে ৭১ টি অসংরক্ষিত মেইল এবং এক্সপ্রেস ট্রেনের সূচি তৈরি হয়ে গিয়েছে।শনিবার রেলমন্ত্রকের পক্ষ থেকে একটি টুইট জারি করে এই খবর জানানো হয়েছে। টুইটে লেখা হয়েছে, ভারতীয় রেল যাত্রীদের সুবিধার্থে আগামী ৫ এপ্রিল থেকে ৭১ টি অসংরক্ষিত ট্রেন চালু হচ্ছে। এতে যাত্রীদের সুরক্ষা ও আরামদায়ক সফরও সুনিশ্চিত করবে।
2021-04-03