উত্তর দিনাজপুর, ১৫ মে:
রাজ্য সরকার লকডাউন ঘোষণা করতেই তার প্রচারে বেড়িয়ে পড়ল রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী রায়গঞ্জ শহরের বিভিন্ন গুরত্বপূর্ণ জায়গায় মাইকিংয়ের মাধ্যমে লকডাউন পালনের জন্য প্রচার করল। আইসি সুরজ থাপা নিজে মাইকিং করে ব্যাবসায়ী থেকে দোকানদার, অটো থেকে টোটো সহ বিভিন্ন যানবাহন চলাচল যাতে না করে এবং সাধারণ মানুষ যাতে রাজ্য সরকারের এই নির্দেশ পালন করে তার প্রচার চালালেন।
উল্লেখ্য, ১৬ মে রবিবার থেকে রাজ্যের সর্বত্র লকডাউন ঘোষণা করা হয়। শনিবার নবান্ন থেকে এই ঘোষণা করেন রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দোপাধ্যায়। সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত বাজার ও মুদিখানার দোকান খোলা থাকার সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি বেসরকারি অফিস, যানবাহন বন্ধ করার কথা ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের এই লকডাউন ঘোষণার পরই আগামীকাল রবিবার থেকে সাধারণ মানুষ যাতে তা পালন করে তার প্রচার শুরু করল রায়গঞ্জ থানা। রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় থেকে শুরু করে বিদ্রোহী মোড় পর্যন্ত শহরের রাজপথ পরিক্রমা করে লকডাউন সফল করার প্রচার করে রায়গঞ্জ থানার পুলিশ।
স্বরূপ দত্ত