এবার সিঙুরে শিল্পের দাবি তুললেন এলাকার জনপ্রিয় তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ভট্টাচার্য। মঙ্গলবার বারাসত আদালতের সামনে দাঁড়িয়ে এলাকার পরিচিত ‘মাস্টারমশাই’ বললেন, চাষিরা জমি দিতে চাইলে সিঙুরে ফিরতেই পারেন টাটারা। আসতে পারে আন্য কোনও শিল্পগোষ্ঠীও।
এদিন রবীন্দ্রনাথবাবু আরও বলেন, চাষিরা স্বেচ্ছায় জমি দিলে শিল্প গড়তে সমস্যা নেই সিঙুরে। আমরা সকলকেই স্বাগত জানাচ্ছি। এদিন কার্যত বিজেপির সিঙুরে শিল্পের দাবিকে সমর্থন করলেন বর্ষীয়ান তৃণমূল নেতা। তিনি বলেন, সিঙুরে শিল্প আমরাও চাইছি। তবে কৃষকদের কাছ থেকে জোর করে জমি নিয়ে নয়।
প্রসঙ্গত, সিঙুর আন্দোলনের অন্যতম নেতা ছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। সে সময় চাষিদের সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্যও ছিলেন। তবে ঘাসফুলের আরেক নেতা বেচারাম মান্নার গোষ্ঠীর সঙ্গে বিবাদের জেরে সরে দাঁড়ান মাস্টারমশায়। মাঝে দীর্ঘদিন দলের সঙ্গে তেমন যোগাযোগ ছিল না বলেও খবর।