পদত্যাগ করলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

 পদত্যাগ করলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের (Rabindravati University) উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরি (Sabyasachi Basu Raychaudhuri) । আজ তিনি শিক্ষা দপ্তর, শিক্ষামন্ত্রী ও আচার্যের কাছে ইস্তফাপত্র ই-মেল করে পাঠিয়ে দিয়েছেন । রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের (Rabindravati University) ঘটনার দায় নিয়েই তিনি পদত্যাগ করেছেন বলে সূত্রের খবর ।

গতকাল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের (Rabindravati University) বসন্ত উৎসবে রবীন্দ্রনাথের গানকে বিকৃত করে আবির দিয়ে তা নিজেদের পিঠে লিখেছিলেন কয়েকজন । লেখা হয়েছিল অশ্লীল শব্দও । ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দা করেন নেটিজ়েনরা । রাজ্য শিক্ষা মহলও এই বিষয়ে সরব হয় । আজ সকালে এই ঘটনায় সিঁথি থানায় অভিযোগ দায়ের করেছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরি । দুপুরবেলা অশ্লীল শব্দ লিখে ছবি তোলা একটি দলের ছয়জন অভিযুক্তের মধ্যে পাঁচজন ক্যাম্পাসেও আসে । তারা ভুল করেছে বলে স্বীকার করে । ক্ষমা চায় । সন্ধ্যা 6টায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, সন্ধ্যাবেলা নিরাপত্তা নিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন উপাচার্য । সেখানেই ক্ষোভ উগরে দেন তিনি । ঘটনার দায় নিজের উপর নিয়ে এরপর ইস্তফা দেন তিনি । তবে এখনও উচ্চশিক্ষাদপ্তর উপাচার্যের ইস্তফার ইমেল পাওয়ার কথা সরকারিভাবে স্বীকার করেনি । এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরির (Sabyasachi Basu Raychaudhuri) সঙ্গে একাধিক ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.