বন্ধুত্বের পরিচয় দিলো পুতিন, ভারতের পাশে দাঁড়িয়ে পাকিস্তানের সাথে অস্ত্র চুক্তি বাতিল রাশিয়ার

ভারত আর রাশিয়ার সম্পর্ক দেশ স্বাধীন হওয়ার পর থেকেই ভালো। একদিকে ভারত যেমন আমেরিকার হুমকি উপেক্ষা করে রাশিয়ার সাথে একের পর এক সামরিক চুক্তি করেই চলেছে। তেমনই রশিয়া আন্তর্জাতিক মঞ্চ হোক আর বন্ধুত্বের সম্পর্ক হোক, সবসময়ই ভারতের পাশে দাঁড়িয়ে তাঁরা প্রমাণ করছে যে, রাশিয়া আর ভারতের সম্পর্কে চীর ধরানো অত সহজ না। পুলওয়ামা হামলার পর জইশ-এ-মোহম্মদ এর প্রধান মৌলানা মাসুদ আজাহারকে বৈশ্বিক জঙ্গি ঘোষণা করার ক্ষেত্রে রাষ্ট্র সঙ্ঘে তাঁদের ভিটো পাওয়ার ব্যাবহার করে ভারতের পাশে দাঁড়িয়ে ভারতের সমর্থনে ভোট করেছিল রাশিয়া।

এছাড়াও ভারতের সাথে নানারকম সামরিক চুক্তি করে তাঁরা সবসময় ভারতের সাথে ব্যাবসায়িক এবং বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেছে। আরেকদিকে ভারতও আমেরিকার রক্ত চক্ষু উপেক্ষা করে রাশিয়া থেকে S-400 মিসাইল কেনার জন্য পদক্ষেপ নিয়েছে। আমেরিকার বারবার বারণ করা স্বত্বেও রাশিয়ার সাথে সামরিক চুক্তির দিক থেকে পিছিয়ে যায়নি ভারত। আর এবার এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিদান দিলো রাশিয়া।

রাশিয়ার পুতিন সরকার ভারতের পাশে দাঁড়িয়ে পাকিস্তানের সাথে সমস্ত অস্ত্র চুক্তি বাতিল করেছে বলে খবর। প্রাপ্ত খবর অনুযায়ী, সম্প্রতি পাকিস্তান রাশিয়ার সাথে একে-৫০০০ সিরিজের রাইফেলের চুক্তি করতে চেয়েছিল। কিন্তু রাশিয়ার সরকার পরিস্কার জানিয়ে দেয় যে, তাঁরা পাকিস্তানের সাথে কোন রকম অস্ত্রের চুক্তি করবে না।

রাশিয়ার পুতিন সরকারের এই সিদ্ধান্ত নরেন্দ্র মোদীর কূটনৈতিক সাফল্য হিসেবেই ধরছে বিশেষজ্ঞরা। এর আগে পুলওয়ামা হামলার পর পাকিস্তানকে গোটা বিশ্বে একঘরে করার কাজ করেছিল ভারত। মোদী সরকারের পাকিস্তানকে একঘরে করার কাজে চরম সফলতাও এসেছিল। একের পর এক দেশ পাকিস্তানের সাথ ছেড়ে ভারতের পাশে দাঁড়িয়েছিল। এমনকি পাকিস্তানের সবথেকে ভালো বন্ধু চীন-ও পাকিস্তানের পাশে দাঁড়ানর সাহস দেখায়নি। আর সেই কারণে মৌলানা মাসুদ আজাহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করার রাস্তা সুগম হয়েছিল ভারতের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.