বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে কুণাল ঘোষ ও বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা। দলের একাংশের দুর্নীতি এবং স্বজন পোষণের অভিযোগে সরব হন তাঁরা। তাঁদের দাবি, নেতৃত্ব সবকিছু জানলেও কোনও ব্যবস্থা নেয়নি।
কুণাল ঘোষের সামনেই দুই গোষ্ঠীর নেতারা বচসায় জড়িয়ে পড়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কুণাল ঘোষ এবং সোহম সহ তৃণমূল নেতারা গন্ডগোল থামানোর চেষ্টা করলেও উত্তেজিত তৃণমূল নেতা কর্মীরা ক্ষোভ উগরে দেন।
ভগবানপুরের ভীমেশ্বরীতে দলের বিজয়া কর্মসূচিতে যোগ দিতে আসেন কুণাল ঘোষ। উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক অভিনেতা সোহম, মন্ত্রী অখিল গিরি সহ জেলার তৃণমূল নেতারা। আজ জেলায় দলের একাধিক কর্মসূচিতে যোগ দিতেই পূর্ব মেদিনীপুরে এসেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
বিজেপির হাতে আক্রান্ত দলীয় কর্মীদের পাশে দাঁড়ান না স্থানীয় বিধায়ক অভিনেতা সোহম সহ জেলার তৃণমূল নেতারা। দলের নেতারা শুধু গোষ্ঠীবাজি করেন। এইসব অভিযোগ তুলে কুণাল ঘোষেকে ঘিরে ক্ষোভ বিক্ষোভ দেখান তৃণমূল নেতারা।
প্রসঙ্গত, রাজ্যের শাসক দলের বিজয়া সম্মিলনী নিয়ে অসন্তোষ দেখা যায় কলকাতাতেও। বুধবার নিউটাউনে মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে আমন্ত্রণ না পেয়ে আক্ষেপ প্রকাশ করেন রাজারহাট নিউটনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। আক্ষেপ করে তিনি বলেন, ‘দলে এখন বাবু আর চাকর, দুটি ভাগ। আমি চাকর’।