আগামী বুধবার ৪০টি কৃষক সংগঠনকে বৈঠকের আমন্ত্রণ জানাল কেন্দ্র। এর আগে কৃষক সংগঠনগুলির পক্ষ থেকে মঙ্গলবার বৈঠকের কথা বলা হয়েছিল। কেন্দ্রীয় কৃষি সচিব সঞ্জয় আগরওয়াল তাদের বেলা দুটোর সময় দিল্লির বিজ্ঞান ভবনে আসতে বলেছেন। এর আগে কৃষি আইন নিয়ে পাঁচবার আলোচনা হলেও কোনও ফয়সালা হয়নি।
এদিকে, প্রবল শীতের মধ্যে দিল্লি সীমান্তে কৃষকদের অবস্থান দ্বিতীয় মাসে পড়ল। সোমবার কৃষি আইন বাতিলের দাবিতে এই অবস্থানের ৩২ তম দিন। শৈত্যপ্রবাহ ঠেকাতে কৃষকরা ছোট ছোট আগুন জ্বালিয়ে নিজেদের ঠিক রাখছেন। তবে প্রাক শর্ত হিসেবে কৃষি আইন বাতিলের দাবিটি তাঁরা রেখেছেন।