ওয়েব ডেস্ক:
জেলে তাঁর উপর অত্যাচার হয়েছে বলে জানালেন বিজেপি নেত্রী প্রীয়াঙ্কা শর্মা। মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে তৈরি মিম বিতর্কে ধৃত প্রিয়াঙ্কা এদিন হুঙ্কার দেন, “কোনও অন্যায় করিনি। আমি ক্ষমা চাইব না।”
প্রসঙ্গত, শীর্ষ আদালতে মঙ্গলবার তাঁর জামিন মঞ্জুর হয়। এদিন সাংবাদিক বৈঠকে বিজেপি যুব মোর্চার নেত্রী অভিযোগ করেন, জামিন মঞ্জুরের পরও দীর্ঘ ১৮ ঘণ্টা তাঁকে আটকে রাখা হয়। আজ সকালে ছাড়া হয়েছে। তাঁরও আরও অভিযোগ, দীর্ঘ সময় তাঁকে তাঁর পরিবার ও আইনজীবীর সঙ্গেও দেখা করতে দেওয়া হয়নি।
তবে প্রিয়াঙ্কার সবচেয়ে বড় অভিযোগ, জেলের মধ্যে তাঁর উপর অত্যাচার করেছে পুলিশ। জেলার তাঁকে ধাক্কাও দেন বলে জানান তিনি। খারাপ ব্যবহার করা হয়। এমনকি তাঁকে জোর করা হয় ক্ষমাপ্রার্থনার মুচলেকা লেখার জন্য। যদিও প্রিয়াঙ্কা শর্মা সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, তিনি ক্ষমা চাইবেন না। তিনি এই লড়াই-এর শেষ দেখে ছাড়বেন।
সৌজন্যে চ্যানেল হিন্দুস্তান