দেশের সমস্ত প্রাইভেট ক্লিনিক, নার্সি হোম আর ল্যাব খুলে দেওয়ার নির্দেশ দিল মোদী সরকার (Modi Govt.)। মঙ্গলবার কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে যাতে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের গতিবিধিতে কোথাও কোনও অসুবিধা না হয়। সেই সঙ্গে প্যারামেডিকেল, স্যানিটেশন এর লোক এবং অ্যাম্বুলেন্স যাতে কোথাও বাধাপ্রাপ্ত না হয় সেই দিকেও নজর দিতে বলা হয়েছে। এছাড়াও ল্যাব এবং নার্সিংহোমগুলি যাতে তাঁদের সমস্ত কর্মী নিয়ে কাজ করতে পারে নজর দিতে বলা হয়েছে সেই দিকেও।
সোমবার ইউনিয়ন হোম সেক্রেটারি (Home Secretary) অজয় ভাল্লা বলেন যে তাঁদের কাছে খবর আছে যে দেশের বিভিন্ন জায়গায় হাসপাতাল এবং প্রাইভেট ক্লিনিকগুলিকে খুলতে দেওয়া হচ্ছে না। তাছাড়াও দিল্লির মত কিছু জায়গায় স্বাস্থ্যকর্মীরা যাতায়াত করতে পারছেন না পাশাপাশি রাজ্যগুলির সীমান্ত বন্ধ থাকায়। কিন্তু কোভিডের যা পরিস্থিতি তাতে এই অবস্থা মারাত্মক হয়ে দাঁড়াচ্ছে। তাছাড়াও এমন অনেক স্বাস্থ্যসমস্যা রয়েছে যা করোনার সঙ্গে যুক্ত নয়। এই সব মানুষদের পরিষেবা দেওয়া দরকার। এই পরিস্থিতি দ্রুত সামাল দেওয়ার জন্যই চিকিৎসাসংক্রান্ত যাবতীয় পরিষেবা খুলে দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে।