পুরনো ভাড়াতেই বৃহস্পতিবার থেকে মিলবে বেসরকারি বাস মিনিবাস৷ জানাল মালিক সংগঠনগুলি৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)বলার পরও রাস্তায় নামেনি অধিকাংশ বেসরকারি বাস মিনিবাস৷ এরপর ভাড়া বৃদ্ধি নিয়ে দফায় দফায় পরিবহন দফতরের সঙ্গে বৈঠক হয় বাস মিনিবাস মালিক সংগঠনের৷
মঙ্গলবারের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়,বেসরকারি বাসের ভাড়া নির্ধারন করবে রেগুলেটরি কমিটি। রাজ্য সরকার এই কমিটি তৈরি করায় আপাতত বেসরকারি বাস মিনিবাস পরিষেবা শুরু করছেন মালিকরা৷
ওয়েস্ট বেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ বসু জানালেন,পুরনো ভাড়াতেই আপাতত বাস মিনিবাস রাস্তায় নামছে৷ বৃহস্পতিবার থেকে এক হাজারের বেশি বেসরকারি বাস মিনিবাস রাস্তায় নামবে৷ বাকি গাড়িগুলোও ধাপে ধাপে নামানো হবে৷
অধিকাংশ বাসই দু’ মাসেরও বেশি সময় বসে রয়েছে সেগুলির রক্ষণাবেক্ষণের কাজ শেষ করে পথে নামাতে কিছুটা সময় লাগবে৷ তাছাড়া লোকাল ট্রেন না চলায় অনেক চালকই জেলা থেকে কলকাতায় আসতে পারছে না৷
জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় (Tapan Banerjee)জানিয়েছেন, সরকার যেহেতু রেগুলেটরি কমিটি গঠন করে বাস ভাড়া বৃদ্ধির দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে, তাই আপাতত পুরনো ভাড়াতেই বাস চালাতে রাজি তাঁরা৷
এদিকে আনলক ১ এর তৃতীয় দিনে ভাড়া বাড়িয়ে রাস্তায় নেমেছে কিছু বেসরকারি বাস৷ উঠলেই দিতে হচ্ছে ১০ টাকা৷ কয়েকটি বেসরকারি বাস নিজেরাই ভাড়া বাড়িয়ে রাস্তায় নেমেছে৷ প্রতিটি বাসের সামনে টানিয়ে দেওয়া হয়েছে নতুন ভাড়া তালিকা৷