রাজ্যের সংশোধনাগারে হওয়া নানারকমের অনিয়মের প্রতিবাদে অভিনব বিক্ষোভ এক বন্দীর | শনিবার সকালে হাওড়ার (Hower) মল্লিকফটকে (Mallickfotok) জেলা সংশোধনাগারের ছাদে উঠে পড়ে সেখানকার বিচারাধীন বন্দী মহঃ শোয়েব (Mh. Shoaib)। দীর্ঘক্ষণের চেষ্টাতেও তাকে নামাতে হিমশিম খায় পুলিশ। ছুটে আসে দমকল। সাড়ে চার ঘন্টা কসরতের পর তাকে শেষ পর্যন্ত নামিয়ে আনা সম্ভব হয় | সেল নিয়ে গিয়ে তার মানসিক অবস্থার পরীক্ষা করা হয় | জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিতেই এই পন্থা বলে জানায় শোয়েব |
সে ছাদের উপর থেকে তার দাবি শোনানোর জন্য চেঁচাতে থাকে। রাজ্যের মুখ্যমন্ত্রী অবধি তার এই বার্তা পৌঁছক চায় | তার দাবি, গত ১৫ বছর ধরে জেলে রয়েছে। সেখানে অনেক সমস্যা হচ্ছে। জেল প্রশাসনের বিরুদ্ধে একাধিক অভিযোগ জেলের মধ্যে অবাধে বিক্রি হচ্ছে গাঁজা মদ| কিন্তু সব জেনেও চুপ কতৃর্পক্ষ। অথচ জেলের আচরণ বিধি মেনে যে সব বন্দীরা রয়েছে তাদেরকে সমস্ত রকমের সুযোগসুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে ।
বিচারাধীন বন্দীর এই আস্ফালন ও তান্ডবের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে হাওড়া জেলা সংশোধনাগারে। এদিন রক্ষীদের সদা জাগ্রত চোখকে ফাঁকি দিয়েই সংশোধনাগারের ছাদে উঠে পড়েন ওই বন্দী। বঞ্চনার স্বীকার হয়ে প্রতিবাদ করতেই তিনি এমন পদ্ধতি নিয়েছেন। সবার চোখকে ফাঁকি দিয়ে ছাদে ওই বন্দী উঠে পড়ায়,সংশোধনাগারের নিরাপত্তার গাফিলতির বিষয়টি নিয়েও প্রশ্ন তুলছে |