শনিবার রাতে স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত বেলুড়মঠে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানেই তিনি রাত কাটাবেন।
রাজভবনে নয়, কলকাতায় এসে বেলুড় মঠেই শনিবার রাতে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে বেলুড় মঠে। মোদীর রাত্রিবাস ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে বেলুড় মঠ চত্বরে।
প্রথমে ঠিক ছিল বেলুড় মঠ ঘুরে কলকাতায় ফিরে শনিবার রাতে রাজভবনেই থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু প্রধানমন্ত্রী নিজেই আজ বেলুড় মঠে থাকার ইচ্ছাপ্রকাশ করেছেন। বেলুড় মঠের আন্তর্জাতিক গেস্ট হাউসে থাকতে পারেন প্রধানমন্ত্রী।
ঠিক ছিল সন্ধেয় বেলুড় মঠ ঘুরে রাজভবনে ফিরবেন। নৈশভোজ সেরে রাজভবনেই রাত কাটাবেন প্রধানমন্ত্রী। কিন্তু নিজেই মত বদল করেছেন বলে সূত্রের খবর।
প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে তুমুল তৎপরতা এরাজ্যেও। এরই মধ্যে রাজ্য সফর নিয়ে টুইট করেছে প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গ সফরের জন্য তিনি নিজেও প্রবল উৎসাহিত বলে টুইটে জানিয়েছেন নরেন্দ্র মোদী। একইসঙ্গে বেলুড়ে রামকৃষ্ণ মিশনে যাওয়া নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
শনিবার দুপুরের পর কলকাতায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে যাবেন কেন্দ্রের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের একটি পেন্টিং মিউজিয়ামের উদ্বোধনে। এই মিউজিয়াম উদ্বোধন হবে ওল্ড কারেন্সি বিল্ডিংয়ে। সেখান থেকে প্রধানমন্ত্রী যাবেন মিলেনিয়াম পার্কে।
হাওড়া ব্রিজে লাইট অ্যান্ড সাউন্ড ব্যবস্থার উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। এরপরেই বেলুড় মঠে যাবেন প্রধানমন্ত্রী। ঘুরে দেখবেন স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত একাধিক জায়গা।
রবিবার সকালে বেলুড় মঠে ধ্যান করবেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে স্বামী বিবেকানন্দের জন্মদিনের অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। আগামীকাল রবিবার সকালেই কলকাতায় ফিরবেন প্রধানমন্ত্রী। রবিবার কলকাতায় ঠাসা কর্মসূচি নরেন্দ্র মোদীর। সকালে বিজেপি রাজ্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন। একইসঙ্গে বিশিষ্ট কয়েকজনের সঙ্গেও দেখা করবেন মোদী। আগামীকাল বেলা ১১টা নাগাদ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পোর্ট ট্রাস্টের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। আগামীকাল বিকেলেই দিল্লির উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.