কয়েক মাস আগে পর্যন্তও ভারতের বাজারে সোনার দাম ক্রমাগত বাড়তে থাকে। অগাস্টে বিয়ের মরশুমের শুরু থেকে রীতিমতো তুঙ্গে ছিল সোনার বাজারদর। সেই নিরিখে দুর্গাপুজো কাটতে না কাটতেই ধীরে ধীরে নামতে থাকে সোনার দাম। একনজরে দেখে নেওয়া যাক, ধনতেরসের আগে আপাতত সোনার বাজার দর কত ভারতে।
আগামী ২৫ অক্টোবর ধনতেরস। তার আগে এখন সোনার বাজারদর খানিকটা কমতির দিকে। গত অগাস্ট মাসে ৪০ হাজার টাকা প্রতি দশ গ্রাম সোনার দাম ছুঁয়েছিল। তবে সেই জায়গা থেকে খানিকটা স্বস্তি মিলেছে অক্টোবরে। দিওয়ালির আগে সোনার দাম আপাতত নিম্মমুখী।
প্রতি দশ গ্রাম সোনা আজ ৩৯,৬০০ টাকার অঙ্ক ছুঁয়েছে ভারতীয় মার্কেটে। প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর সাম্প্রতিককালের সর্বনিম্ন দাম হিসাবে ছিল ৩৮,৪৭০ টাকা। তবে সেই তুলনায় আজ খানিকটা উর্ধ্বমুখী সোনার দাম।
কলকাতায় আজ ২৪ ক্যারট সোনার দাম ৩৯,১৫০ টাকা। রাজধানী দিল্লিতে ইতিমধ্যেই দিওয়ালি উপলক্ষ্য়ে শুরু হয়ে গিয়েছে সোনা কেনবার তাড়াহুড়ো। সেখানে সোনার দার আজ ৩৮,৬০০ টাকা ২৪ ক্যারটে। মুম্বইতে আজ সোনার দান ৩৮,৫০০ টাকা । চেন্নাইতে এই দাম আজ ৩৯,৯৫০ টাকা প্রতি ২৪ ক্যারটে।