শুধুমাত্র প্রশান্ত কিশোরের পরামর্শে ২০২১ সালের বিধানসভা ভোটে জেতা যাবে না। এভাবেই ‘দিদিকে বলো” কর্মসূচিকে কটাক্ষ করলেন বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বুধবার বিজেপির সদস্যতা অভিযান কর্মসূচিতে উৎসাহ দিতে কলকাতায় হাজির হয়েছিলেন তিনি। সেখানেই তৃণমূলের “দিদিকে বলো” কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, “দিদি তো শুনতেই পছন্দ করেন না। তাই মানুষ বলবেও না। মানুষ বলবেন মোদিজীকে।” প্রশান্ত কিশোর সম্পর্কে শিবরাজ বলেন, “উনি অত বড় ব্যক্তিত্ব নয় তাই ওনার নাম নেব না। কিন্তু এটুকু বলছি যে নির্বাচন কোনও পরামর্শ দ্বারা জেতা যায় না। নির্বাচন জেতার জন্য প্রয়োজন কর্মীদের কঠোর পরিশ্রম এবং জনগণের সেবা।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাকে খারিজ করে শিবরাজের আরও দাবি, “কেবল ভোটগুরু প্রশান্ত কিশোরের পরামর্শ এবং বুথ লেভেলে কর্মী নিয়োগ করে নির্বাচন জেতা যায় না।” ঘটনাচক্রে, এদিনই নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় এবং এমএনএস প্রধান রাজ ঠাকরে বৈঠক হয়। সেই প্রসঙ্গে শিবরাজ বলেন, “দুটি ব্যর্থ নেতৃত্ব একত্রিত হয়ে হারের বাহানা খুঁজছে।” এরাজ্যে সংগঠন বৃদ্ধি করে রাজ্য সরকার গঠনের হুঁশিয়ারি দেন তিনি।