আজ ৫৭ -তে পা দিলেন বাংলার মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর এই তারকার জন্মদিনে এদিন সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় টলিউডের ব্যস্ততম নায়ককে শুভেচ্ছা জানানোর হিড়িক ছিল চোখে পড়ার মতো। এদিন , বালিগঞ্জের ২১ পল্লীর পুজোয় বাংলার ম্যাটিনি আইডলের জন্মদিন পালিত হয় সাড়ম্বরে।
বলিগঞ্জের ২১ পল্লীর পুজোয় এদিন বিশেষ অতিথি হিসাবে আসেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর হাত ধরেই উন্মোচিত হয় দুর্গাপুজোয় বালিগঞ্জ ২১ পল্লীর বিশেষ আকর্ষণ, ‘প্রসেনজিতের ফাইবারের মূর্তি’। এই মূর্তি উস্কে দেয় বাঙালির ম্যাটিনি আইডলের ব্লকবাস্টার ফিল্ম ‘অমর সঙ্গী’ এর স্মৃতি। চিত্রতারকার এই ফাইবারের মূর্তি যেন নব্বইয়ের দশকের’চিরদিনই তুমি যে আমার’ গানের সেই নায়ককে হুবহু মনে করিয়ে দেয়!
শুধু তাই নয়, ‘চিরদিনই চুমি যে আমার’ গানের থিম রেখে , প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সেই পুরনো লুক নিয়ে একটি বিশেষ কেক আয়োজন করে ২১ পল্লীর পুজো কমিটি। যে কেক-এর মধ্যে প্রসেনজিতের প্রতিকৃতি ছাড়াও ছিল তাঁর অভিনেত্রীদের প্রতিকৃতিও। সবমিলিয়ে এদিন, ২১ পল্লীর পুজোর আসর বোধনের আগে থেকেই ছিল জমজমাট।