টানা পাঁচ ঘন্টা ইডির জেরা সামলালেন টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ঠিক কোন কোন বিষয়ে কথা হল, সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর পর অবশ্য সাংবাদিকদের তা বলতে চাননি অভিনেতা।
প্রসঙ্গত, রোজভ্যালির আর্থিক দুর্নীতির তদন্তে কিছুদিন আগেই প্রসেনজিৎকে তলব করেছিল ইডি। সেই মতো শুক্রবার সক্কাল সক্কাল সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন টলিউডের ‘নন আদার দ্যান’।
বাংলা সিনেমার জনপ্রিয় তারকা নিজে কিছু বলতে না চাইলেও, বিভিন্ন সময়ে রোজভ্যালির একাধিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কী কারণে, কেন তিনি সেই সব অনুষ্ঠানে ছিলেন, আজকের জেরায় সে সবই তাঁকে জিজ্ঞাসা করা হয়েছে বলে অনুমান। উল্লেখ্য, রোজভ্যালির এক চার্টার্ড একাউন্ট্যান্টকে জিজ্ঞাসাবাদের পরেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে জেরা করার সিদ্ধান্ত নেয় ইডি।
ইডি সূত্রে খবর, এদিন রোজভ্যালির সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আর্থিক লেনদেনের বিষয়েও কথা হয়েছে।
সম্প্রতি গৌতম কুণ্ডুকে নতুন করে জেরা করার পরেই বেশ কয়েকটি নতুন নাম ইডির জেরার তালিকায় উঠে আসে, তাঁদের অন্যতম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।