সবার হাতে হাতে ঘুরছে সেই ভিডিও। ঝোপের মধ্যে লুকিয়ে মান রক্ষা করছেন এক পুলিশকর্মী। আর তাঁকে ঘিরে রয়েছে উত্তেজিত জনতা। তবে জনতা অতটা অমানবিক নয়। ক্ষুব্ধদেরই কয়েকজন আবার উদ্ধার করেন ওই পুলিশকর্মীকে।
এই ঘটনা রবিবার সকালের। পুলিশ অস্বীকার করলেও ভিডিও তো মিথ্যা বলে না। তাই নবদ্বীপের গৌরনগরের ভিডিও এখন ভাইরাল। জানা গিয়েছে, এক দুর্ঘটনার জেরেই এই ক্ষোভ।
রবিবার সকালের দিকে নবদ্বীপের গৌরাঙ্গ সেতু ও গৌরনগর মোড়ের মাঝে কৃষ্ণনগর-নবদ্বীপ রাজ্য সড়কে লরির ধাক্কায় মারা যান ঝন্টু মণ্ডল (২০) নামে এক যুবক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পুলিশের কারণেই এই দুর্ঘটনা। আর তাতেই রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। নবদ্বীপ থানার পুলিশ অবরোধ তুলতে এলে উত্তেজিত জনতা তাড়া করে। আর তাড়া খেয়ে পালানোর সময়ে এক পুলিশকর্মী রাস্তার পাশে এক ঝোপের মধ্যে লুকিয়ে পড়েন। তাঁকে ঘিরে ধরে চলে বিক্ষাভ।
আসলে এই এলাকায় পুলিশের তোলা আদায় নিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ অনেক দিনের। তাদের দাবি, গৌরাঙ্গ সেতুর মুখে পুলিশ প্রায়ই লরি থেকে ‘তোলা’ আদায় করে। পুলিশের হাত থেকে বাঁচতে ওই জায়গায় লরি চালকেরা গাড়ির গতি বাড়িয়ে দেন। রবিবারেও তেমনই এক বালি বোঝাই লরি আচমকা গতি বাড়িয়ে পালাতে গিয়ে ওই যুবককে চাপা দেয়। পুলিশের গাড়ি লরিটিকে তাড়া করেছিল বলেও অভিযোগ। পালাতে গিয়ে লরিটি সাইকেল আরোহী ওই যুবককে চাপা দেয়। যদিও পুলিশের দাবি, বালি বোঝাই লরিটি ‘ওভারলোড’ ছিল বলেই পিছনে ধাওয়া করা হয়েছিল।