কম্পিউটার শিক্ষকদের উপর লাঠিচার্জের ঘটনা ঘটল কলকাতার মিন্টি পার্কে। মঙ্গলবার দুপুরে বেতন বৃদ্ধির দাবিতে অবস্থানে বসেছিলেন তাঁরা। সেখানেই এই লাঠিচার্জ চালানো হয় বলে অভিযোগ।
মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে মিন্টো পার্কের কাছে। শুধুমাত্র কলকাতা নয়, সেখানে জেলা থেকেও উপস্থিত হয়েছিলেন শিক্ষকরা। বহু শিক্ষক-শিক্ষিকা বেতনের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন। পুলিশ তাদের অবস্থান থেকে সরে যেতে বলে বলে অভিযোগ। আর তারপরই ওই ঘটনা ঘটে।
জানা গিয়েছে এই শিক্ষক-শিক্ষিকাদের ১২০০০ টাকা বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু বর্তমানে মাসে ৪০০০ টাকা করে দেওয়া হয়। সেইজন্যই পূর্ব নির্ধারিত বেতন দেওয়ার দাবিতে এই বিক্ষোভ দেখানো হচ্ছিল।
এরা সিআইটি প্রকল্পের শিক্ষক। এদের বেতন থেকে মোটা টাকা কেটে নেওয়া হচ্ছে বলেই অভিযোগ। এদিন সেই দাবিতেই মিন্টো পার্কের II&Fs অফিসে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা।
এক শিক্ষিকা অসুস্থ হয়ে পড়ায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।