আগাম খবর থাকা সত্বেও অমিত শাহের মিছিলে হামলা রুখতে পারল না কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের গোয়েন্দা দফতর আগেই লালবাজারে খবর দিয়েছিল অমিত শাহের সভায় হামলা হতে পারে।
ধর্মতলা থেকে পাঁচ কিলোমিটার মিছিলে পথে দুবার হামলা হয়। কলকাতা পুলিশের এসবির বিজেপি সেল লালবাজারকে পরিস্কার জানিয়ে দেয় বিজেপির মিছিলে হামলা হলে বিজেপিও পাল্টা তৈরি। তারপরও এই হামলা নিয়ে লালবাজারের বিরুদ্ধে প্রশ্ন উঠছে। প্রথম অমিত শাহের মিছিলে হামলা হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে। পরে তা আবার হয় বিদ্যাসাগর কলেজের সামনে। দুইজায়গায় বিজেপির মিছিলে হামলা রুখতে ব্যর্থ হয় পুলিশ। তাই পুলিশের ভূমিকা নিয়ে শহরের একটা বড় অংশ প্রশ্ন তুলছে।
হাইপ্রোফাইল এই মিছিলের সঙ্গে কেন ছিল না দমকল? শহরের একটা বড়ো অংশের জনগণের প্রশ্ন, তাহলে অশান্তি লাগিয়ে ফায়দা তোলার চেষ্টা চালালেন তৃণমূল নেতৃত্ব। যারা মিছিলে হামলা করলেন তারা কেন গ্রেফতার হল না। পুলিশ সেইসময় কেন নিরব দর্শক ছিল। পুলিশ কেন হামলাকারীদের বিরুদ্ধে লাঠিচার্য করল না। প্রশ্নের উত্তর খুঁজছে উত্তর কলকাতার বাসিন্দারা।
2019-05-15