বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে হুলুস্থুলুস কাণ্ড। ইতিমধ্যে মাটি খুঁড়ে ব্যারিকেড বানিয়ে বিজেপির মিছিলকে আটকানোর প্রস্তুতি নিয়েছিল রাজ্য পুলিশ বাহিনী। এরপরেও বিজেপির বিশাল বাহিনী একে একে প্রকাশ্যে আসতেই বিজেপির শীর্ষ নেতাদের একে আটক করতে শুরু করল পুলিশ।
সাঁতরাগাছিতে ইতিমধ্যে জমায়েত বিজেপির কর্মীদের। এই অবস্থায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাঁতরাগাছির দিকে এগোতে গেলেই পুলিশ প্রথমেই আটক করে ফেলে তাঁকে। তবে, শুধুমাত্র শুভেন্দুই নয়, লকেট চ্যাটার্জী ও রাহুল সিনহাকেও আটক করে পুলিশ। এরপরে লকেট চ্যাটার্জী ও শুভেন্দু অধিকারীকে পুলিশ লালবাজারে নিয়ে গেছে বলে খবর।
অপরদিকে, শুভেন্দু অধিকারী ও লকেট চ্যাটার্জী আটক হতেই সাঁতরাগাছির বিজেপি বাহিনীকে নিজের দায়িত্বে নেন সৌমিত্র খাঁ। জানা গেছে, এইসবেরই মাঝে হাওড়া স্টেশন থেকে হাওড়া ময়দানের উদ্দেশ্যে রওনা হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। হাওড়া ময়দান থেকে মূলত মিছিল বের করার জন্যই তিনি বেরোন। জানা গেছে, সুকান্ত মজুমদারের সঙ্গে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালও রয়েছেন।