নদিয়ার হাঁসখালিতে নিহত শ্মশানযাত্রীদের পরিবারপিছু আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। এদিন, ভয়ঙ্কর ওই দুর্ঘটনার পরই ট্যুইট করে শোক প্রকাশ করেন নরেন্দ্র মোদী, অমিত শাহ ও রাজ্যপাল জগদীপ ধনখড়। শনিবার রাতের ওই দুর্ঘটনায় এখনওপর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছে ৪ জনকে।
রবিবার প্রধানমন্ত্রীর দফতরের তরফে এক টুইট করে ঘোষণা করা হয়েছে, জাতীয় ত্রাণ তহবিল থেকে নদিয়ায় পথদুর্ঘটনায় নিহতদের নিকট আত্মীয়কে ২ লাখ টাকা সাহায্য দেওয়া হবে। অন্যদিকে, আহতদের মাথাপিছু দেওয়া হবে ৫০ হাজার টাকা।
দুর্ঘটনার পরই নিহতদের পরিবারপিছু ২ লাখ টাকা সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। রাজ্য সরকারের তরফে নিহত ৩ জনের পরিবারপিছু ২ লাখ টাকার চেক তুলে দেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। বাকীদের হাতে চেক তুলে দেওয়া হবে বাগদায়।
উল্লেখ্য, শনিবার রাতে উত্তর ২৪ পরগনার বাগদার পারমদন ফরেস্ট এলাকার বাসীন্দা শ্রাবণী মুহুরীর মৃত্যু হয়। তাঁর দেহ সত্কারের জন্য পরিবার ৪০ জন আত্মীয়সজন একটি ট্রাকে চড়ে যাচ্ছিলেন নবদ্বীপ। রাত দুটো নাগাদ নদীর ফুলবাড়ি খেলার মাঠের পাশে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে শ্মশানযাত্রীদের গাড়ি। আহতদের কৃষ্ণনগর হাসপাতালে নিয়ে গেল ১৩ জনকে নিহত বলে ঘোষণা করা হয়। পরে আরও ৫ জনের মৃত্যু হয়। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় আরও ৪ জনকে নিয়ে যাওয়া হয়েছে কলকাতায়। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।