আজ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেতাজির ১২৫তম জন্মদিবসের অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেতাজির জন্মবার্ষিকীতে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে দু’টি গ্যালারির উদ্বোধন করবেন তিনি। ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম বদলেরও সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই এই স্মৃতিসৌধের নয়া নামকরণ করতে পারেন আজ। নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে হতে এই স্মৃতিসৌধের নয়া পরিচয় হতে পারে।
জানা গিয়েছে, আজ দুপুরের বিমানে কলকাতা নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে দু’টি গ্যালারির উদ্বোধন করবেন তিনি।
ভিক্টোরিয়ার এই অনুষ্ঠানে কেন্দ্রের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। এদিন দমদম বিমানবন্দরে নেমে কপ্টারে চেপে প্রধানমন্ত্রী যাবেন রেস কোর্সে। সেখান থেকে ন্যাশনাল লাইব্রেরির অনুষ্ঠানে যোগ দেবেন। খানিকক্ষণ সেখানে কাটিয়ে মোদী পৌঁছে যাবেন ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে।
এদিন ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে দু’টি পৃথক গ্যালারির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একটি গ্যালারি নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে তৈরি হবে। নেতাজির বিভিন্ন সময়ের নানা কীর্তির কিছু নিদর্শন থাকবে সেই গ্যালারিতে। একইসঙ্গে অন্য গ্যালারিতে অন্য বিপ্লবীদের নিয়ে নানা তথ্য রাখা হবে।
নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানিয়ে আজ ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে ‘নির্ভীক সুভাষ’ নামে গ্যালারির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে, অন্য বিপ্লবীদের নিয়ে আরও একটি গ্যালারির নাম রাখা হবে ‘বিপ্লবী ভারত’। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুটি গ্যালারির উদ্বোধনের পর আগামিকাল থেকেই গ্যালারি দুটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।
এদিন এই গ্যালারি দু’টি উদ্বোধনের পর বিকেল পৌনে ছ’টা নাগাদ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সম্ভবত সেই ভাষণেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের নয়া নাম ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে স্থানীয় শিল্পীদের নিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও।