করোনা পরিস্থিতি নিয়ে ৮ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে মঙ্গলবার ভিডিও কনফারেন্স করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কয়েকদিন ধরে দেশের কয়েকটি রাজ্যে করোনা সংক্রমণ দ্রুত বাড়ছে। অনেক জায়গায় জারি করতে হয়েছে লকডাউন, নৈশ কার্ফু। বাঁকুড়া সার্কিট হাউজ থেকে এই ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পক্ষে রয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও স্বাস্থ্যসচিব।
দিল্লিতে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষবর্ধন এবং নীতি আয়োগের চেয়ারম্যান। বৈঠকে আছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আদিত্য ঠাকরে, গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বৈঠকে বলেছেন, ১০ তারিখে সর্বোচ্চ হওয়ার পর থেকে দিল্লিতে করোনার সংক্রমণ কমতে শুরু করেছে। বেলা দুটোয় করোনার টিকা বন্টন নিয়ে আরেক দফা বৈঠক করবেন মোদি। দ্বিতীয় দফার এই বৈঠকে উপস্থিত থাকবেন সব রাজ্যের মুখ্যমন্ত্রীই।