বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে দেশের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠকের পর এবার বিভিন্ন রাজ্যের রাজ্যপালদের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে উপস্থিত থাকবেন উপ রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নায়ডু।
১৪ই এপ্রিল সবকটি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের রাজ্যপালদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী মোদী। বৈঠকের মূল আলোচ্য বিষয় দেশের উদ্ভুত করোনা পরিস্থিতি। কেন্দ্রের দাবি করোনা সংক্রমণ বাড়ছে মানুষের অসতর্কতার জন্যই। সঠিক ভাবে মানা হচ্ছে না করোনা বিধি।
স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬১ হাজার ৭৩৬ জন। মৃত্যু হয়েছে ৮৭৯ জনের। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ কোটি ৩৬ লক্ষ ৮৯ হাজার ৪৫৩ জন। মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৭১ হাজার ৫৮ জন।
করোনা সংক্রমণে লাগাম টানা যাচ্ছে না কিছুতেই। ক্রমশই বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬১ হাজারেরও বেশি মানুষ। সংক্রমণে লাগাম টানতে একাধিক রাজ্যে জারি হয়েছে নাইট কার্ফু। শোনা যাচ্ছে, সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটতে পারে মহারাষ্ট্র।
দেশে বর্তমানে অ্যাক্টিভ মামলার সংখ্যা ১২ লক্ষ ৬৪ হাজার ৬৯৮। গত ২৪ ঘণ্টায় ৯৭ হাজার ১৬৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ১ কোটি ২২ লক্ষ ৫৩ হাজার ৬৯৭ জন। করোনা রুখতে ইতিমধ্য়েই দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে ভ্যাকসিনেশন প্রক্রিয়া। এখনও পর্যন্ত ১০ কোটি ৮৫ লক্ষ ৩৩ হাজার ৮৫ জনকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে।
এদিকে, গত চার সপ্তাহ ধরে গোটা বিশ্বে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। এমতাবস্থায় ফের বড়সড় আশঙ্কার কথা শোনালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস অ্যাধনম গেব্রিয়েসাস। তাঁর দাবি বর্তমানে যা পরিস্থিতি চলছে তাতে এত সহজে করোনা থেকে মুক্তি নেই বিশ্ববাসীর। তবে সঠিক বিধিনিষেধ পালনের মাধ্যমে করোনার রাশ টানা সম্ভব বলে দাবি করেন তিনি।