মঙ্গলবার সন্ধ্যায় কলেজ স্ট্রিট চত্বরে তৃণমূল-বিজেপি সংঘর্ষের সময় বিদ্যাসাগর কলেজে থাকা বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়। এই মূর্তি ভাঙার পর থেকেই সরগরম রাজ্য তথা জাতীয় রাজনীতি। মমতা-মোদী এক অন্যকে দোষারোপ করছেন। তার মধ্যে এ বার নির্বাচনী প্রচারের সময় এক বড় প্রতিশ্রুতি দিলেন মোদী। বললেন, তৃণমূলের দুষ্কৃতীরাই বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে। কলকাতায় আমরা বিদ্যাসাগরের বিশাল মূর্তি বানাবো।
মূর্তি ভাঙার পরের দিন বুধবার দিল্লিতে বিজেপি সদর দফতরে বসে অমিত শাহ বলেছিলেন এই কাজের সঙ্গে বিজেপির কেউ যুক্ত নন। কারণ ঘরের তালা বন্ধ ছিল। বিজেপি কর্মীরা বাইরে রাস্তায় ছিল। পুরোটাই করেছে তৃণমূল কর্মীরা। একই সুর শোনা গিয়েছে রাজ্য বিজেপি নেতাদের গলাতেও। এ বার সেই সুর আরও চড়ালেন মোদী। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের মউতে নির্বাচনী প্রচারে মোদী বলেন, “কলকাতায় অমিত শাহের সভার সময় আমরা তৃণমূল কর্মীদের গুণ্ডামি দেখেছি। ওরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে। এইসব লোকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।” তারপরেই বাংলার মানুষের উদ্দেশে প্রতিশ্রুতি দিয়ে মোদী বলেন, “আমরা বিদ্যাসাগরের আদর্শে অনুপ্রাণিত। পঞ্চধাতু দিয়ে আমরা ওখানেই বিদ্যাসাগরের বিশাল মূর্তি বানাবো।”