প্রবল দাবদাহে সভায় অজ্ঞান বিজেপি কর্মী, ভাষণ থামিয়ে নিজের মেডিকেল টিম পাঠালেন মোদী

নির্বাচনী জনসভায় নরেন্দ্র মোদীর মানবিক মুখ দেখল অসমের জনতা। সূর্য তখন মধ্য গগনে। অসমের তামুলপুরের বক্সা জেলায় মোদীর ভাষণ শুনতে তখন সাধারণ মানুষের ভিড় উপচে পড়েছে। ভরদুপুরে ঠা ঠা রোদে দাঁড়িয়ে বক্তব্য শুনতে গিয়ে হঠাৎ জ্ঞান হারান এক পার্টিকর্মী। হইচই শুনে প্রধানমন্ত্রী তখনই তাঁর ভাষণ থামিয়ে দেন। জানতে চান, ঠিক কী হয়েছে। এরপর তাঁর সঙ্গে আসা মেডিক্যাল টিমকে ওই ব্যক্তির চিকিৎসার নির্দেশ দেন। আদেশ পেয়েই পিএমও মেডিক্যাল বোর্ডের সদস্যেরা এগিয়ে যান। সূত্রের খবর, ডিহাইড্রেশন বা শরীরে হঠাৎ জলের ঘাটতির জেরেই ওই ব্যক্তি জ্ঞান হারিয়েছিলেন। প্রাথমিক চিকিৎসার পর আপাতত সুস্থ আছেন তিনি।

যদিও এদিনের সভায় চিরাচরিত রণং দেহি মেজাজে ছিলেন মোদী। বিভিন্ন ইস্যুতে কংগ্রেস পরিচালিত ‘মহাজোট’কে একহাত নেন তিনি। সাফ জানান, ‘মহাজোটের ‘মহাঝুট’ সবার কাছে খোলসা হয়ে গিয়েছে। রাজনৈতিক অভিজ্ঞতা এবং জনতার ভালোবাসা দেখে আমি নিশ্চিত, অসমে এনডিএ সরকারই ক্ষমতায় ফিরছে। অসমবাসী পরিকল্পিত হিংসা এবং রাজ্যের পক্ষে অবমাননাকর কিছুই বরদাস্ত করেন না।’

এর পাশাপাশি এবার প্রথম ভোট দিচ্ছেন, এমন যুবক-যুবতীদের উদ্দেশেও খোলামেলা বার্তা দেন মোদী। তিনি বলেন, ‘তরুণদের কাছে আমার বিশেষ আবেদন রয়েছে। ভারতের স্বাধীনতার ৭৫তম বছরে তোমরা ভোট দিতে চলেছ। তাই তোমাদের একটা সিদ্ধান্তই কিন্তু বুঝিয়ে দেবে, দেশের শততম স্বাধীনতা উদযাপন মুহূর্তে অসম ঠিক কতদূর এগবে। বিজেপি কিন্তু তার নির্বাচনী ইস্তাহারে এর নীল নকশা আগেভাগেই বুনে রেখেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.