ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ মোদির, করোনা কালে পাশে থাকার বার্তা বন্ধু দেশের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) আজ মঙ্গলবার টেলিফোনে কথা বললেন প্রতিবেশী দেশ ভুটানের (Bhutan) প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের (Lotay Tshering) সঙ্গে। করোনা (Corona Virus) অতিমারীর সময় দুই বন্ধু দেশ যে ভাবে একে অপরের পাশে দাঁড়িয়েছে, তাতে দুই প্রধানমন্ত্রী পরস্পরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভুটানের প্রধানমন্ত্রী ভারত সরকার এবং জনগণের পাশে থাকার বার্তা দেন। সেই সঙ্গে করোনায় ভারত যে ভাবে লড়ছে তার প্রশংসা করেন শেরিং।পাশাপাশি ভুটানের মানুষ এবং সরকার যে ভাবে এই বিপদের দিনে ভারতের পাশে দাঁড়িয়েছে, তার জন্যও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেরিংয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাজা জিগমে খেসর নামগিয়াল ওয়াংচুকের নেতৃত্বে ভুটান যেভাবে করোনার অতিমারীর মোকাবিলা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারও প্রশংসা করেন। আজ ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর (পিএমও) থেকে এক বিবৃতিতে দুই প্রধানমন্ত্রীর বার্তালাপের কথা জানানো হয়েছে।
২০১৪ সালের প্রথমবার প্রধানমন্ত্রী হয়ে প্রথম বিদেশ সফরে থিম্পু গিয়েছিলেন নরেন্দ্র মোদি। ভুটানের মতো একটি ছোট অথচ ভূরাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ দেশকে যে পাশে রাখা দরকার তা তাঁর পদক্ষেপে বুঝিয়ে দিলেছিলেন তিনি। এবার করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারত যখন কার্যত বিপর্যস্ত তখন সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভুটান। এর আগে ভারতও ভুটানের পাশে থেকেছে সব সময়। দুই প্রধানমন্ত্রীর কথাতেই সেই কৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.