তলানিতে এসে ঠেকা কোভিড সংক্রমণ ফের মাথা চাড়া দিয়েছে। যা নিয়ে গত কয়েকদিন ধরেই উদ্বেগ তৈরি হচ্ছিল। এবার সংক্রমণ প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ করার জন্য সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আগামী ৮ এপ্রিল, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছ’টায় সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী। কেন্দ্রের তরফে বলা হয়েছে, যে যে রাজ্যে ভোট রয়েছে সেই রাজ্যের মুখ্যসচিব ওই বৈঠকে প্রতিনিধিত্ব করবেন। সূত্রের খবর, ওই বৈঠক থেকে রাজ্যগুলির উদ্দেশে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করার নির্দেশ দিতে পারে কেন্দ্রীয় সরকার।
গতকাল জরুরি ভিত্তিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠকের পরেই বৃহস্পতিবারের বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। প্রসঙ্গত, যে পাঁচ রাজ্যে ভোট হচ্ছে তার মধ্যে চার রাজ্যের ভোট প্রক্রিয়া মঙ্গলবার অর্থাৎ ৬ এপ্রিল শেষ হয়ে যাবে। বাকি থাকবে শুধু পশ্চিমবঙ্গের পাঁচ দফা ভোট। বাংলার তরফে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর বৈঠকে অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে নবান্ন সূত্রে।
সোমবার রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপম নিগম-সহ স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর সেই বৈঠকে বেশ কয়েকটি নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিকে সাত দিনের মধ্যে কোভিড ছিকিৎসার জন্য বেড বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। টিকাকরণের বিষয়েও জোর দিয়েছেন মুখ্যসচিব।
ইতিমধ্যেই নবান্নের তরফে জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর বৈঠকের পরের দিন অর্থাৎ ৯ এপ্রিল যে পাঁচ জেলায় ভোট হয়ে গিয়েছে সেই জেলাগুলির জেলাশাসক ও পুলিশ সুপারদের বৈঠকে ডেকেছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামের এসপি ও ডিএমকে ডাকা হয়েছে বৈঠকে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কেন্দ্রের তরফে যে নির্দেশিকা দেবেন তা ওই পাঁচ জেলায় কার্যকরার বিষয়ে নির্দেশ দেবেন মুখ্যসচিব। এখন দেখার কোভিডের দ্বিতীয় ঢেউ রুখতে কেন্দ্রীয় সরকার ঠিক কী কী নির্দেশিকা জারি করে।