আমাদের ভারত, ১৪ মে:কেন্দ্র-রাজ্য টানাপড়েনের শেষে এবার বাংলার কৃষকরা কেন্দ্রীয় প্রকল্পের প্রাপ্য টাকা পেলেন। মাসিক কিস্তির ২ হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে। রাজ্যের প্রায় সাত লক্ষ কৃষক তিন কিস্তিতে এই টাকা পাবেন।
দেশের প্রায় ৯ কোটি কৃষককে শুক্রবার কৃষক নিধি সম্মানের টাকা বন্টনের আগে সরাসরি কৃষকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিভাবে কৃষকদের কৃষি কাজ চলছে সে বিষয়ে জানতে চান তিনি। পিএম কিষান নিধি প্রকল্পে এই দফায় ১৯ হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী সঙ্গে ছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর।
পিএম কিষান নিধি সম্মান প্রকল্পের টাকা প্রাপ্তি নিয়ে কেন্দ্র রাজ্যের টানাপোড়েন চলছিল দীর্ঘদিন ধরে। কেন্দ্র সরকার তথা বিজেপি বারবারই অভিযোগ করেছেন রাজ্যের মমতার সরকার কেন্দ্রের এই প্রকল্প থেকে রাজ্যের কৃষকদের বঞ্চিত রেখেছে। এরপর তারা আরও অভিযোগ করেছিলেন যখন কৃষকদের নাম তারা নথিভুক্ত করা শুরু করে এই টাকা পাওয়ার জন্য, তখন সঠিকভাবে কৃষকদের সঠিক তথ্য কেন্দ্র সরকারের কাছে তারা পাঠাচ্ছে না। এদিকে মমতা সরকার বলেছিল তারা তথ্য পাঠিয়েছে কিন্তু বাংলার বরাদ্দ টাকা দেওয়া হচ্ছে না। অনেক চিঠি চালাচালি পর শেষ পর্যন্ত শুক্রবার দেশের বাকি কৃষকদের সঙ্গে কেন্দ্রীয় প্রকল্পের টাকা পেলেন বাংলার সাত লক্ষ চাষী। বাকিদের সম্পূর্ণ তথ্য না পৌঁছানোয় তারা টাকা পাননি বলেও জানা গেছে। তিন মাসের কিস্তিতে এই টাকা তারা পাবেন বলে জানা গেছে।
প্রকল্পের টাকা বন্টনের পর প্রধানমন্ত্রী কৃষি ক্ষেত্রে উন্নয়নের কেন্দ্রীয় সরকার কি কি পদক্ষেপ করেছে সে সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। একইসঙ্গে তিনি কৃষকদের জৈব সার ব্যবহারে জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী জানান করোনার চোখরাঙানি সত্বেও রেকর্ড পরিমাণ গম উৎপন্ন হয়েছে।