ঘূর্ণিঝড় তখতের দাপটে কার্যত লণ্ডভণ্ড ভারতের পশ্চিম উপকূল। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গুজরাতেও। বুধবার আকাশপথে ঘূর্ণিঝড় বিধ্বস্ত গুজরাতের পরিস্থিতি পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাতের ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যালোচনা করে এদিন ত্রাণকার্যের জন্য এক হাজার কোটি টাকা দেওয়ার কথা বলেছেন নরেন্দ্র মোদী। আকাশপথে তিনি ঘুরে দেখেন গুজরাতের গির সোমনাথ, আমরেলি, ভাবনগর প্রভৃতি জেলা। এছাড়া ঝড়ের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন যাঁরা তাঁদের পরিবারের জন্যেও কেন্দ্রের তরফে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, গুজরাত সহ বিভিন্ন রাজ্যে ঘূর্ণিঝড়ে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। এছাড়া আহতরা পাবেন ৫০ হাজার টাকা করে। ‘দুর্যোগে বিপর্যস্ত সমস্ত রাজ্যের পাশে আছে কেন্দ্র সরকার। পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করা হচ্ছে’, বলেন প্রধানমন্ত্রী। গুজরাতে এক হাজার কোটি টাকার দেওয়ার পর দরকার মতো আরও সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। অতি-শক্তিশালী ঘূর্ণিঝড় তাউটে দুদিন আগে আছড়ে পড়েছে আরব সাগরের তীরবর্তী অঞ্চলে। গুজরাত ছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে কেরল, কর্ণাটক, মহারাষ্ট্র। বাকি ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিতেও কেন্দ্রের তরফে আর্থিক সাহায্য পাঠানো হবে বলে জানা গেছে। গত বছর মে মাসেই বঙ্গোপসাগরের উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আমফান। ঝড়ের দাপটে তছনছ হয়ে গিয়েছিল গোটা দক্ষিণবঙ্গ। সেসময়ও কেন্দ্রের তরফে এক হাজার কোটি টাকা আর্থিক সাহায্য এসেছিল বাংলায়। পরে ধাপে ধাপে আসে আরও কিছু টাকা।
2021-05-20