ভারতে প্রথমবার জলের তলায় চলবে মেট্রো এবং এই নিয়েই একটি ভিডিও ট্যুইটারে শেয়ার করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূশ গোয়েল৷ হুগলী নদীকে অতিক্রম করবে এই মেট্রো৷ জোরকদমে চলছে প্রস্তুতি৷ এই মেট্রোর জন্য বিশেষ ধরণের সুড়ঙ্গ তৈরি করা হয়েছে৷ এটি ৫২০মিটার দীর্ঘ এবং প্রায় ৩০ ফুট গভীর৷
জানা যাচ্ছে, কলকাতা মেট্রোর এই ট্রেন সল্ট লেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের মধ্যে ১৬ কিলোমিটার পর্যন্ত চলবে৷ মেট্রোর প্রথম ফেজটি শীঘ্রই তৈরি হয়ে যাবে এবং মেট্রোযাত্রীরা এতে চড়তে পারবেন৷ কেন্দ্রীয় রেলমন্ত্রী এই প্রোজেক্টের ভিডিও ট্যুইট করেন৷
সল্ট লেক সেক্টর-৫ থেকে সল্ট লেক স্টেডিয়ামের মধ্যে এই লাইনে করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার এবং বেঙ্গল কেমিক্যাল মেট্রো স্টেশন রয়েছে৷
কলকাতা মেট্রো ভারতীয় রেলের আওতায়৷ এবং রেল এই প্রোজেক্টে ৮৫৭২ কোটি টাকা ব্যয় করছে৷ এই প্রোজেক্টে ২০০৯ সাল থেকে কাজ চলছে৷
আপ এবং ডাউন লাইনে এখানে দুটি সুড়ঙ্গ তৈরি হচ্ছে যা প্রায় ১.৪ কিলোমিটার দীর্ঘ৷ এখানে হুগলী নদী প্রায় ৫২০ মিটার চওড়া এবং এর নীচ দিয়েই মেট্রো যাবে৷ এই সুড়ঙ্গ তৈরি করতেই রাশিয়া এবং থাইল্যান্ডের বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হয়৷ সুড়ঙ্গে জল রুখতে ব্যবহার করা হয়েছে উন্নতমানের প্রযুক্তিও৷ তিন স্তরে সুরক্ষা কবচ তৈরি করা হয়েছে৷ এই সুড়ঙ্গে প্রতি ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে মেট্রো দৌড়বে৷