নিজের অ্যারেস্ট মেমোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ও ফোন নম্বর লিখে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এই ঘটনায় প্রবল অসন্তুষ্ট তৃণমূল নেতৃত্ব। ফলে ইডি-র হাতে গ্রেফতারির পর দল সম্পর্কে পার্থর অবস্থান কী, সেই নিয়ে দোলাচলে তৃণমূল নেতৃত্ব।
শনিবার গ্রেফতারির পর পার্থ বলেছিলেন, ‘দলনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম, পাইনি’। তাঁর গলায় কিছুটা হতাশার সুরই শোনা গিয়েছিল। প্রশ্ন উঠতে শুরু করেছিল, তবে কী পার্থর পাশ থেকে সরে গেলেন মমতা? যদিও বিকেলে সাংবাদিক বৈঠক করে তৃণমূল জানিয়ে দেয়, দল পার্থর পাশে আছে। আইনত দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না সেটাও জানিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের তরফে।
এর মধ্যেই আবার জানা যায় নিজের অ্যারেস্ট মেমোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ও মোবাইল নম্বর উল্লেখ করেছেন শিল্পমন্ত্রী। হেফাজতে থাকা অবস্থায় তিনি কার সঙ্গে যোগাযোগ করতে চান, ইডি অফিসাররা সেটা জানতে চাইলে তিনি মুখ্যমন্ত্রীর নাম ও নম্বর দিয়ে দেন। এ ব্যাপারে দল যে তাঁর উপর ক্ষুব্ধ-অসন্তুষ্ট, তৃণমূল নেতৃত্ব তা বুঝিয়ে জানিয়েছেন, তাঁরা আদালতের উপরেই আস্থা রাখছেন।