বীরভূম লোকসভা কেন্দ্রের আউশগ্রাম বিধানসভা এলাকার বিল্বগ্রাম অঞ্চল। সেখানকার ২৫০, ২৫১, ২৫২, ২৫৩ নম্বর চারটি বুথে অভিনব কৌশল প্রয়োগের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
আগে থেকে তৃণমূল কর্মীরা ইভিএম মেশিনে দলের প্রতীকের পাশের বোতামে আতর লাগিয়ে রেখেছে বলে অভিযোগ । যার ফলে তৃণমূলকে ভোট দিলে সেই আতরের গন্ধ লেগে যাচ্ছে আঙুলে। ওই সব বুথ থেকে ভোট দিয়ে বেরোনোর পর আঙুল শুঁকে পরীক্ষা করে আতরের গন্ধ থেকে তৃণমূল কর্মীরা বুঝে যাচ্ছেন সেই ভোটার তাঁদের কে ভোট দিয়েছেন কিনা।
দলের কর্মীদের শাসানি ও হুমকি দেওয়ার পাশাপাশি বুথের ২০০ মিটারের মতো দূরে তৃণমূল কর্মীরা রাস্তায় বসে ছিল বলে বিজেপি অভিযোগ করেছে। ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পর তারা জমায়েত শুরু করেছিল। আরো অভিযোগ অনেক ভোটারকে বুথের দিকে এগোতে দেওয়া হয়নি পরিবর্তে মুড়ি-নকুলদানা বা ঘুঘনি-মুড়ির প্যাকেট হাতে দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে বাড়ির পথে। বিজেপির অভিযোগ, ভোটের আগে চমকানো-ধমকানো সত্বেও তা কাজ দেয়নি। তাই এই কৌশল নিয়েছে তৃণমূল। তারপর আঙুলে আতরের গন্ধ শোঁকার কাজ শুরু হয়। স্থানীয় তৃণমূল নেতৃত্ব যদিও বুথগুলিতে ভুয়ো ভোট পড়ার খবরের সত্যতা যাচাইয়ের কাজ হচ্ছিল বলে জানিয়েছেন।
বোলপুর লোকসভার সুগড় গ্রামের ৬২ ও ৬৩ নম্বর বুথে ঐ একই অভিযোগ উঠেছে বলে খবর । এক্ষেত্রে তৃনমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে সিপিএম। তারা সেক্টর অফিসারের কাছে অভিযোগও জানায়। তারপর মেশিন পরিষ্কার করে ভোট চালু করা হয় ফলে কিছুক্ষণ ভোট বন্ধ ছিল।